২০২৫ সালের যত ক্রীড়া মহাযজ্ঞ
দেখতে দেখতে আরও একটি বছর আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। কালের পরিক্রমায় শুরু হয়েছে আরও একটি নতুন বছর, ২০২৫ সাল। নতুন বছরে নতুন নতুন আসর আর আয়োজন পসরা সাজিয়ে বসে। ২০২৫ সালটি ক্রীড়া আয়োজনেও পসরা সাজিয়ে বসবে নিঃসন্দেহে।
অস্ট্রেলিয়ান ওপেন, ওয়ার্ল্ড অ্যাথলেটিকস, আইপিএল, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, উইম্বলডন, নারীদের ইউরো, ট্যুর ডি ফ্রান্স, নারীদের ওয়ানডে বিশ্বকাপ, অ্যাশেজ সিরিজের মতো আসরগুলো ক্রীড়াপ্রেমীদের লেপ্টে রাখবে টিভি স্ক্রিনের সাথে। তার আগে চলুন বাসার নতুন ক্যালেন্ডারের পাতায় দাগিয়ে রাখা যাক ২০২৫ সালের প্রিয় সব আয়োজনের দিন-তারিখ।
জানুয়ারি-২০২৫:
১. বিপিএল (৩০ ডিসেম্বর- ০৭ ফেব্রুয়ারি)
২. অস্ট্রেলিয়া-ভারত (৩-৭ জানুয়ারি)
৩. অস্ট্রেলিয়ান ওপেন (১২- ২৬ জানুয়ারি)
৪. নারীদের অ্যাশেজ (১২ জানুয়ারি- ২ ফেব্রুয়ারি)
ফেব্রুয়ারি-২০২৫:
১. আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ)
মার্চ-২০২৫:
১. আইপিএল (১৪-২৫ মে)
২. ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপ (২১- ২৩ মার্চ)
মে-২০২৫:
১. নারীদের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল (২৫ মে)
২. পুরুষদের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল (৩১ মে)
৩. ইউরোপা লিগ ফাইনাল (২১ মে)।
জুন-২০২৫:
১. ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ (১৫ জুন থেকে ১৩ জুলাই)
২. উয়েফা ন্যাশন্স লিগ ফাইনালস (০৪-০৮ জুন)
২. ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ (২০ জুন- ০৪ আগস্ট)
৩. উইম্বলডন চ্যাম্পিয়নশিপ (৩০ জুন- ১৩ জুলাই)
জুলাই-২০২৫:
১. নারীদের ইউরো (২- ২৭ জুলাই)
২. ট্যুর ডি ফ্রান্স (৫- ২৭ জুলাই ও ২৬ জুলাই- ০৩ আগস্ট)।
আগস্ট-২০২৫:
১. নারীদের রাগবি বিশ্বকাপ (২২ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর)
সেপ্টেম্বর-২০২৫:
১. নারীদের ওয়ানডে বিশ্বকাপ (সেপ্টেম্বর-অক্টোবর)
২. ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ (১৩ সেপ্টেম্বর- ২১ সেপ্টেম্বর)
৩. ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০২৫
৪. ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ (২৭ সেপ্টেম্বর- ১৯ অক্টোবর)।
নভেম্বর-২০২৫:
১. অ্যাশেজ (২১ নভেম্বর থেকে ০৪ জানুয়ারি-২০২৬)
ডিসেম্বর-২০২৫:
আফ্রিকান কাপ অব ন্যাশন্স (২১ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি-২০২৬)।
ঢাকা/আমিনুল