ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

অশ্বিনের সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ড ভাঙলেন বুমরাহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৫৯, ১ জানুয়ারি ২০২৫
অশ্বিনের সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ড ভাঙলেন বুমরাহ

ভারতীয় বোলার হিসেবে রবীচন্দ্রন অশ্বিন ২০১৬ সালে সর্বোচ্চ ৯০৪ রেটিং তুলেছিলেন। বর্ডার-গাভাস্কার ট্রফিতে বল হাতে কারিশমা দেখাচ্ছেন বুমরাহ। ৪ ম্যাচেই নিয়েছেন ৩০ উইকেট। তাতে র‌্যাংকিংয়ের হয়েছে তার উন্নতি। কেবল উন্নতিই নয়, সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে ভেঙে দিয়েছেন অশ্বিনের ৯ বছর আগের পুরনো রেকর্ড। বুমরাহ ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছেন।

অবশ্য সর্বকালের সর্বোচ্চ রেটিং তালিকায় বুমরাহর ৯০৭ রয়েছে যৌথভাবে ১৭তম অবস্থানে। ৯৩২ রেটিং তুলে এই তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের সাবেক পেসার সিডনি বার্নার্স। ৯৩১ নিয়ে তার পরেই আছেন গর্জ লোহম্যান। যিনি এক শতাব্দী আগে খেলেছিলেন। ৯২২ রেটিং নিয়ে পাকিস্তানের সাবেক পেসার ইমরান খান আছেন তৃতীয় স্থানে। আর শ্রীলঙ্কার সাবেক স্পিনার মুত্তিয়া মুরালিধরন ৯২০ রেটিং নিয়ে আছেন চতুর্থ স্থানে।

৯১৪ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও গ্লেন ম্যাকগ্রা আছেন পঞ্চম স্থানে।

আরো পড়ুন:

শুক্রবার থেকে সিডনিতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার পঞ্চম ও শেষ টেস্ট। এই টেস্টে বল হাতে কেমন করেন বুমরাহ দেখার বিষয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়