ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

১০ বছরের মধ্যে সর্বনিম্ন র‌্যাংকিংয়ে কোহলি, রোহিত চল্লিশে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ১ জানুয়ারি ২০২৫  
১০ বছরের মধ্যে সর্বনিম্ন র‌্যাংকিংয়ে কোহলি, রোহিত চল্লিশে

তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ২০২৪ সালে ১০ ম্যাচে ১৯ ইনিংসে মাত্র ৪১৭ রান করেছেন। গড় ২৪.৫২। সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র একটা। আর হাফ সেঞ্চুরিও একটা। সবশেষ মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ৩৬ ও দ্বিতীয় ইনিংসে করেছিলেন মাত্র ৫ রান। তার এই বাজে ফর্মের প্রভাব পড়ছে তার র‌্যাংকিংয়েও।

আজ বুধবার (০১ জানুয়ারি, ২০২৫) আইসিসি প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের সর্বশেষ র‌্যাংকিংয়ে আরও তিনধাপ অবনতি হয়েছে তার। ৬৩৩ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান নিয়েছেন ২৪তম স্থানে। যা ১০ বছর ৫ মাসের মধ্যে তার সর্বনিম্ন র‌্যাংকিং। ২০১৪ সালের আগস্টের পর কখনো তিনি র‌্যাংকিংয়ে এতো নিচে নামেননি। শীর্ষে থাকা জো রুটের রেটিং পয়েন্ট ৮৯৫। কোহলি পিছিয়ে আছেন ২৬২ পয়েন্টে।

কোহলির চেয়ে আরও খারাপ অবস্থা রোহিত শর্মার। তিনি ৫৬০ রেটিং নিয়ে অবস্থান নিয়েছেন ৪০তম স্থানে!

আরো পড়ুন:

মেলবোর্ন টেস্টে সুবিধা করতে না পারা ট্র্যাভিস হেডের অবশ্য একধাপ অবনতি হয়েছে। তিনি চতুর্থ স্থান থেকে নেমে গেছেন পাঁচে। আর মেলবোর্ন টেস্টে রান করে যশস্বী জয়সওয়াল একধাপ উন্নতি করে অবস্থান নিয়েছেন চারে। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ তিনধাপ উন্নতি করে সাতে ও পাকিস্তানের সৌদ শাকিলও তিনধাপ উন্নতি করে অবস্থান নিয়েছেন ষষ্ঠস্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়