ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

বিপিএলে চার ম্যাচে ৭৪ ছক্কা, ১০৯ চারের উইকেটের রহস্য

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ২ জানুয়ারি ২০২৫  
বিপিএলে চার ম্যাচে ৭৪ ছক্কা, ১০৯ চারের উইকেটের রহস্য

শরিফুল ইসলামের প্রায় ইয়র্কার বল হাই ব্যাক লিফট থেকে ব্যাটটা নামিয়ে পেতে দিয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ব্যাট-বলের সুন্দর টাইমিং। হাওয়ায় ভেসে বল গেল সীমানার বাইরে। শরিফুল অবাক। ছক্কা হাঁকিয়ে মাহিদুল তৃপ্ত। শুধু মাহিদুলই নন, বিপিএলের প্রথম চার ম্যাচে যারা রান করেছেন তারা প্রত্যেকেই খুশি। 

উইকেটে মিলছে চার-ছক্কার ফুলঝুরি। বিপিএলের চিরাচরিত চিত্রটা আগে ছিল এরকম, প্রথম ইনিংসে রান কোনো মতো ১৩০-১৪০ বলে। ওই লক্ষ্য তাড়া করতে গিয়ে বিপক্ষ দল হয় ম্যাচ জেতে শেষ ওভারে। নয়তো ম্যাচ হেরে যায় বিপর্যয়ে পড়ে।

 গুটিকয়েক ম্যাচ বাদে এটাই মিরপুরে অনুষ্ঠিত ম্যাচের আসল চিত্র। অথচ এবারের বিপিএলের শুরু থেকে ভিন্ন বার্তা দিচ্ছে। উইকেট ব্যাটিং সহায়ক। উইকেটে চার-ছক্কার ফোয়ারা। চার ম্যাচে ছক্কা ৭৪টি, চার ১০৯টি। এমন ছক্কা-বৃষ্টি আর রানের জোয়ারে বিপিএলের শুরু হয়নি আগে কখনোই। চার ম্যাচে বাউন্ডারির এমন পসরা সাজানোর পেছনের বড় কারণ উইকেট। সেই রহস্য উন্মোচন করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ,

“আসলে অনেক সময় হয় কী, নিদের্শনাটা খুব গুরুত্বপূর্ণ। এক জায়গা থেকে তিন-চার রকম নির্দেশনা গেলে কিউরেটরের জন্যও কাজটা কঠিন। আমি চিন্তা করেছি, এবার দেখতে চাই ভালো ব্যাটিং উইকেট। আবার বাউন্সও আছে উইকেটে। এই ধরনের উইকেটে খেলা প্রয়োজন। এতে করে বোলাররাও শিখবে, কীভাবে ভালো ব্যাটিং উইকেটে বল করা যায়। ব্যাটসম্যানরা তো শিখবেই..।”

“অনেক সময় নিচু বাউন্সের উইকেটে শর্ট অব লেংথ বল করে পার পাওয়া যায়। কিন্তু ট্রু বাউন্সের উইকেটে সেটা হয় না। দুজনের (ব্যাটসম্যান-বোলার) জন্যই এটা ভালো। তাই নির্দেশনা ছিল ভালো ব্যাটিং উইকেটের। আবার বোলাররাও কিন্তু মুভমেন্ট পেয়েছে, চারটি ম্যাচে যা দেখেছি। বোলাররাও উইকেট কাজে লাগাতে পারলে খারাপ না। তবে বাউন্স সমান রাখতে বলেছি।” - যোগ করেন। 

১৯৭, ২০০, ১৯১, ১৫১, ২০৩, ১৬৬, ১৫৫ ও ১২১। বিপিএলে চার ম্যাচে দলীয় পুঁজির সংগ্রহ এগুলো। বিপিএলের শুরুর দিকে আগে যা ছিল  তা আমূল পাল্টে গেছে। শুধু ১৮০-১৯০ নয়। এবার দুইশর বেশি রান্নাও হয়েছে। সব মিলিয়ে শের-ই-বাংলার উইকেট পুরোপুরি স্পোর্টিং হয়েছে। তবে সামনে কেমন হবে সেটা নিয়ে রয়েছে তার সংশয়।

“আজকে যেমন ঘোলাটে একটা দিন। সারাদিন যদি রোদ না ওঠে, তাহলে কালকে উইকেট ওরকম নাও পেতে পারেন। কথার কথা বলছি আর কী… এগুলো সবারই বুঝলে সুবিধা। তবে নির্দেশনা ছিল ভালো ব্যাটিং উইকেটে খেলতে চাই আমরা।” -

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়