জয়ের খোঁজে মুখোমুখি লড়াইয়ে ঢাকা-রাজশাহী
একদিনের বিরতির পর আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি, ২০২৫) আবারও মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ। দুপুর দেড়টায় বিপিএলের পঞ্চম ম্যাচে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী।
দুই দলেরই এটা দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ তাদের কারও ভালো যায়নি। হেরেছে দুই দলই। রাজশাহীকে উড়িয়ে দিয়েছিল বরিশাল। ঢাকা হেরেছিল রংপুরের বিপক্ষে। আজ তাদের জয়ে ফেরার লড়াই। কার ভাগ্য ফিরবে সেটাই দেখার।
ঢাকার একাদশে দুটি পরিবর্তন এসেছে। শাহাদাত হোসেন দিপু ও চতুরঙ্গ ডি সিলভা সুযোগ পেয়েছেন। দুই পরিবর্তন এনেছে রাজশাহীও। দুই পেসার শফিউল ইসলাম ও মোহর শেখ দলে এসেছেন।
ঢাকা ক্যাপিটালস:
লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, স্টিফেন এসকিনাজি, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, চতুরঙ্গ ডি সিলভা, শুভাম রনজানে, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু ও আলাউদ্দিন বাবু।
দুর্বার রাজশাহী:
এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, মোহাম্মদ হারিস, জিসান আলম, ইয়াসির আলী, আকবর আলী, রায়ান বার্ল, হাসান মুরাদ, সাব্বির হোসেন, মোহর শেখ ও শফিউল ইসলাম।
ঢাকা/ইয়াসিন/আমিনুল