ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

টিকিট নিয়ে বিশৃঙ্খলা কাটছেই না, গেট ভাঙচুর-অগ্নিসংযোগ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:১২, ২ জানুয়ারি ২০২৫
টিকিট নিয়ে বিশৃঙ্খলা কাটছেই না, গেট ভাঙচুর-অগ্নিসংযোগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট নিয়ে আবারও উত্তপ্ত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আবারও ভাঙলো স্টেডিয়ামের গেট। অগ্নিসংযোগ হলো টিকিটের বুথে। একদিনের বিরতির পর বিপিএল আজ বৃহস্পতিবার আবার মাঠে গড়িয়েছে। দিনের খেলায় মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। রাতে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দর্শকদের আগ্রহ আছে দুই ম্যাচকে ঘিরেই। কিন্তু টিকিট না পাওয়া দর্শকদের অসন্তোষ কাটছেই না।

মিরপুর স্টেডিয়ামের পাশে সুইমিংপুল ঘেঁষে রয়েছে টিকিটের বুথ। টিকিট না পেয়ে ভাঙচুরের পর সেই বুথে আগুন দেওয়া হয়। বিপিএলের বেশির ভাগ টিকিটই অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। যদিও এ নিয়ে পর্যাপ্ত প্রচারণা হয়নি টুর্নামেন্ট শুরুর আগে। বিসিবি টিকিটের দাম প্রকাশ করে মাত্র ২৪ ঘণ্টা আগে। প্রথম দিন খেলা শুরুর আগে স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে দর্শকরা প্রবেশ করতে চেয়েছিল। পরবর্তীতে বিসিবির কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরো পড়ুন:

আজ সকাল থেকে মিরপুর ১০ এর বুথের সামনে জড়ো হতে থাকেন দর্শকরা। চাহিদা মোতাবেক টিকিট না পেয়ে ক্ষুদ্ধ হন তারা। শুরুতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও পরবর্তীতে উত্তপ্ত হয়ে উঠে। কাউন্টারের বাঁশ খুলে সেটি দিয়ে সুইমিং ফেডারেশনের সামনের গেটে ভাঙচুর করেন। এক পর্যায়ে কয়েকজন দর্শক কাউন্টারে আগুন দিয়ে দেন। পুড়ে যায় কাউন্টারটি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শফিকুল ইসলাম লিডার রাইজিংবিডিকে বলেন, “আজ দুপুর ১২টার পর বিক্ষুব্ধ জনতা একটি টিকিট কাউন্টারে আগুন দেয়। পরে মিরপুর ১০ নম্বর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।”

খেলা শুরু হওয়ার পর স্টেডিয়ামের পাঁচ নম্বর গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালানো হয়। বেশ কিছু দর্শক ভেতরে ঢুকেও গিয়েছিলেন। কিন্তু ভেতরে আরেকটি গেট থেকে তাদের ফেরানো হয়। বিসিবির কেউই আনুষ্ঠানিকভাবে টিকিটের বিশৃঙ্খলা নিয়ে কথা বলেনি। তবে জানা গেছে, আজকের ম্যাচে গ্যালারি ও ক্লাব হাউজের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ২০০, ৩০০ এবং ৫০০ টাকার টিকিট নেই। ৮০০, ১০০০ এবং ২০০০ টাকার টিকিট বিক্রি হচ্ছিল। কিন্তু স্বল্প দামের টিকিট না থাকায় ক্ষোভ বাড়ে সাধারণ দর্শকদের।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়