৭ উইকেটে তাসকিনের রেকর্ড
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ উইকেট পেলেন তাসকিন আহমেদ। বৃহস্পতিবার (০২ জানুয়ারি, ২০২৫) মিরপুর শের-ই-বাংলায় দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন দ্রুতগতির বোলার। টি-টোয়েন্টি ক্রিকেটে যা তৃতীয় সেরা বোলিং।
এর আগে টি-টোয়েন্টিতে ৭ উইকেট পাওয়ার ঘটনা ছিল দুইটি। মালয়েশিয়ার সায়ারুল ইজাত ইদ্রুস ২০২২ সালে চায়নার বিপক্ষে ৪ ওভারে মাত্র ৮ রানে ৭ উইকেট নেন। এর আগে ২০১৯ সালে কলিন আকারম্যান ৪ ওভারে ১৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন ইংল্যান্ডের ভিটালিটি ব্ল্যাস্ট টুর্নামেন্টে।
তাসকিন ৭ উইকেট নিয়ে সব আলো নিজের উপর কেড়ে নিলেও ঢাকা ক্যাপিটালস টস জিতে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ভালো পুঁজি পেয়েছে। ৯ উইকেটে তাদের রান ১৭৪। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন সুযোগ পাওয়া শাহাদাত হোসেন দিপু। ৪১ বলে ৭ চারে সাজান ইনিংসটি। এছাড়া ২৯ বলে ৪৬ রান করেন স্টিফেন এসকিনাজি। ৬ চার ও ২ ছক্কায় তিনি ইনিংসটি সাজান। এছাড়া শুভাম রানজানে ২৪ ও থিসারা পেরেরা ২১ রান করেন।
ঢাকা ক্যাপিটালস লড়াকু পুঁজি পেলেও তাসকিন আলোতে আড়াল হয়েছে বাকি সব। নতুন বলে দ্বিতীয় ওভারে লিটনকে চমকে দেন তাসকিন। তার লাফিয়ে উঠা বলে ব্যাট ছুঁয়ে লিটন উইকেটের পেছনে স্লিপে ক্যাচ দেন। পরের ওভারে তাসকিনের শিকার আরেক ওপেনার তানজিদ। ডাউন দ্য উইকেটে এসে বেরিয়ে যাওয়া বল খেলতে গিয়ে আকবর আলীর গ্লাভসবন্দী হন। ঢাকার দুই ওপেনারকে দুই ওভারে ফিরিয়ে ছন্দ নিয়ে আসেন তাসকিন।
লম্বা সময় পর নিজের তৃতীয় ওভার করতে আসেন তাসকিন। দ্বিতীয় স্পেলে ফিরে নিজের প্রথম ওভারেই আবার উইকেটের স্বাদ পান। ঢাকার হয়ে সর্বোচ্চ রান করা শাহাদাত তার লেন্থ বল উড়াতে গিয়ে ক্যাচ দেন সীমানায়। ওই ওভারের পঞ্চম বলে চতুরঙ্গকে উইকেটের পেছনে তালুবন্দি করান এই পেসার।
নিজের কোটার শেষ ওভারে তাসকিন পেয়ে যান ফাইফারের স্বাদ। ওভারের দ্বিতীয় বলে আলাউদ্দিন বাবু মিড অনে ক্যাচ দেন। বিপিএলে এটা তাসকিনের দ্বিতীয় ফাইফার। এর আগে ২০১৬ সালে চিটাগং ভাইকিংসের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ৩১ রানে ৫ উইকেট নেন।
তাসকিনের ইতিহাসের পথে বাড়ানো শুরু ওভারের তৃতীয় বলে। নতুন ব্যাটসম্যান মুকিদুল ইসলাম মুগ্ধকে বোল্ড করে নিজের ষষ্ঠ পান তাসকিন। হ্যাটট্রিকের হাতছানি দিচ্ছিল তাকে। চতুর্থ বলে নাজমুল ইসলাম অপু সিঙ্গেল নিয়ে হ্যাটট্রিক হয়নি রাজশাহীর পেসারের। তবে আরেকটি উইকেট তার ভাগ্যে লিখা ছিল। পঞ্চম বলেই সেই অপেক্ষা দূর হয়। শুভাম রানজানে তার শর্ট বল উড়াতে গিয়ে ক্যাচ দেন পয়েন্টে। তাতে তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ের কীর্তি লিখা হয়ে যায়। ওভার ও ইনিংসের শেষ বলে এই পেসার আরেকটি উইকেট পান কিনা সেটাই ছিল দেখার। নাহ! তেমন কিছু হয়নি। ৭ উইকেটের হাসি নিয়ে মাঠ ছাড়েন।
ঢাকা/ইয়াসিন/আমিনুল