শেষ টেস্ট থেকে বাদ পড়লেন রোহিত
মেলবোর্ন টেস্ট হারার পর থেকেই গুঞ্জন চলছিল। রোহিত শর্মার ওপর চাপ বাড়ছিল। আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি, ২০২৫) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ গৌতম গম্ভীরও তেমন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল রোহিত খেলবেন কিনা শেষ টেস্ট? গম্ভীর নিশ্চিত করে কিছু বলেননি। তখনই বোঝা গিয়েছিল শেষ টেস্টে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক। তাই হলো। রাতে জানা গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম তথা শেষ টেস্টে নেই রোহিত। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে জাসপ্রিত বুমরাহ নেতৃত্ব দিবেন ভারতকে।
মূলত বাজে ফর্মের কারণেই বাদ পড়েছেন রোহিত। ব্যাটিং পজিশন বদল করেও ফল পাচ্ছিলেন না তিনি। তাছাড়া তার নেতৃত্বে ভারত ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিন ম্যাচের দুটিতে হেরেছে। একটিতে ড্র করেছে।
২০২৪ সালে ২৬ ইনিংসে রোহিতের গড় ছিল ২৪.৭৬। দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন কেবল। সবশেষ পাঁচ টেস্টে তার পারফরম্যান্স আরও বাজে। ১০ ইনিংসে তার গড় মাত্র ১১.২০। সবশেষ দুই ম্যাচে তিনি ২, ৫২ ও ০, ৮ রান করেছেন।
রোহিত বাদ পড়ায় যথারীতি যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল ইনিংসের গোড়াপত্তন করবেন শেষ টেস্টে। এরপর গিল, কোহলি ও ঋষভ পন্ত নামবেন। অলরাউন্ডার নিতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর খেলবেন পরবর্তীতে।
বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের পাশাপাশি হরষিত রানা অথবা প্রসিদ্ধ কৃষ্ণা জায়গা পেতে পারেন দলে।
ঢাকা/আমিনুল