তামিমের বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন
পনেরোতম ওভারের শেষ বল। ফাহিম আশরাফকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে বাউন্ডারি পার করলেন অ্যালেক্স হেলস। ফরচুন বরিশালকে উড়িয়ে রংপুর রাইডার্স পায় ৮ উইকেটের বড় জয়।
একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি রংপুর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হ্যাটট্রিক জয় তুলে নিলো নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে এসে তামিম ইকবালের দলের এটি প্রথম হার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ১৮.২ ওভারে ১২৪ রানে থামলো ফরচুন বরিশাল। রান তাড়া করতে নেমে ৩০ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রংপুর।
সাইফ হাসান ৪৬ বলে ৬২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৩টি ছয়ের মারে। ফিফটির দেখা পান ৩৮ বলে। তার সঙ্গে ৪৯ রানে অপরাজিত ছিলেন ওপেনিংয়ে নামা অ্যালেক্স হেলস। এর আগের দুই ম্যাচে হেলস আউট হয়েছিলেন ৫ ও ৬ রানে।
ব্যাট হাতে রংপুরের শুরুটা ভালো ছিল না। ওপেনার আজিজুল হাকিম শূন্য রানে ফেরার পর তিনে নামা তৌফিক খানও ফেরেন রানের খাতা খোলার আগে। এরপর হেলস-সাইফ খেলার হাল ধরেন। দুজনে ৮১ বলে ১১৩ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এর আগে ব্যাটারদের ব্যর্থতায় ১২৫ রানের লক্ষ্য দেয় বরিশাল। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগে ব্যাটিং করা ইনিংসের মধ্যে এটি সর্বনিম্ন। নাহিদ রানার তোপের সঙ্গে খুশদিল শাহ-ইফতেখার আহমেদদের বোলিংয়ের সামনে স্বাভাবিক ব্যাটিং করতে পারেননি তামিমরা।
শুরুতে নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয় ফিরে গেলেও তামিম খেলছিলেন দুর্দান্তভাবে। কিন্তু নাহিদ রানার বলে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন ১৮ বলে ২৮ রান করে। বরিশালের হয়ে এটিই সর্বোচ্চ রানের ইনিংস।
এ ছাড়া মোহাম্মদ নবী ২১, মুশফিকুর রহিম ১৫, কাইল মায়ার্স ১৩ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১০ রান করেন। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন খুশদিল। ২ উইকেট করে নেন নাহিদ ও ইফতেখার আহমেদ।
দুই দলের লড়াই নিয়ে তীব্র শীতের মাঝেও দর্শকদের আগ্রহ তুঙ্গে। টিকিট না পেয়ে বুথ ভাঙ্গা থেকে শুরু করে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। ম্যাচের আগেও স্টেডিয়ামের সামনে দর্শকদের ছিল উপচেপড়া ভিড়। হাই-ভোল্টেজ ম্যাচের প্রত্যাশা নিয়ে মাঠে এসেছিলেন হাজারো দর্শক। গ্যালারির অধিকাংশ আসন ছিল পূর্ণ। কিন্তু তাদের প্রত্যাশায় বেলুন চুপসে গেলো তামিম ইকবালদের ব্যাটিং দুর্দশায়।
হারের সঙ্গে বড় ধাক্কা খায় বরিশাল। ইনিংসের দ্বিতীয় ওভারে ইকবাল হোসেন ইমনের বল ধরতে গিয়ে হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। একমাত্র ইমন পান দুই উইকেটের দেখা।
ঢাকা/রিয়াদ