ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

শুরু আর শেষের ঝড়ে ঢাকার সামনে কঠিন লক্ষ্য

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ৩ জানুয়ারি ২০২৫  
শুরু আর শেষের ঝড়ে ঢাকার সামনে কঠিন লক্ষ্য

পাওয়ার প্লেতে ৫৫ রান করার পর মাঝপথে উইকেটের মিছিলে খুলনা টাইগার্সের রানের গতি কমে যায়। ৫৫ থেকে দলীয় ১০০ হতে খরচ হয় ৪৫ বল। আবার শেষ দিকে ঝড় তুলে অবশ্য পুষিয়ে দিয়েছে দলটি।

শুক্রবার (০৩ জানুয়ারি, ২০২৫) মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিং করতে নেমে ঢাকা ক্যাপিটালসকে ১৭৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে খুলনা টাইগার্স। শুরু আর শেষের ঝড়ে কঠিন লক্ষ্য দিতে পারে সুরমা পাড়ের ফ্র্যাঞ্চাইজিটি।

শেষ দিকে ৮ বলে ২১ ও ৪ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন আবু হায়দার ও নাসুম আহমেদ। দুজনে ১২ বলে ৩০ রান যোগ করেন। ২২ বলে সর্বোচ্চ ৩২ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। আর ১৫ বলে ২২ রান আসে জিয়াউর রহমানের ব্যাট থেকে।

আরো পড়ুন:

দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন মোহাম্মদ নাঈম-উইলিয়াম বোসিসটো। ১৬ বলে ৩০ রান করে নাঈমের আউটের আগে ওপেনিং জুটি থেকে মাত্র ৪.৫ ওভারে আসে ৪৯ রান। বোসিসটো করেন ২৮ বলে ২৬ রান। 

দুই ওপেনার ফেরার পর চার ব্যাটার আউট হন দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগেই। ঢাকার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন চতুরঙ্গ ডি সিলভা। 

তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের খোঁজে লড়ছে ঢাকা ক্যাপিটালস। এদিকে জয় দিয়ে বিপিএল শুরু করা খুলনা লড়ছে নিজেদের দ্বিতীয় ম্যাচে।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়