থিসারা পেরেরার সেঞ্চুরি ম্লান করে ঢাকার হ্যাটট্রিক হার
লক্ষ্য কঠিন হলেও ছিল আয়ত্বের মধ্যেই। কিন্তু ৪১ রানে ছয় উইকেট হারিয়ে সেটিকে পাহাড়সম করে তোলে ঢাকা ক্যাপিটালস। কাপ্তান থিসারা পেরেরা চার-ছয়ের বৃষ্টিতে সেঞ্চুরি হাঁকিয়েও সেই পাহাড় টপকাতে পারলেন না। খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের হ্যাটট্রিক করলো ঢাকা ক্যাপিটালস।
শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিং করতে নেমে ঢাকা ক্যাপিটালসে ১৭৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে খুলনা টাইগার্স। তাড়া করতে নেমে থিসারার শতকে ভর করে ঢাকা ৬ উইকেটে ১৫৩ রানে থামে। ২০ রানের জয় নিয়ে শেষ হাসি হাসে খুলনা।
ইনিংসের শেষ বলে বোসিস্টোকে চার মেরে ৬০ বলে সেঞ্চুরির দেখা পান থিসারা। ৯টি চার ও ৭টি ছয়ের মারে সাজানো ছিল তার ইনিংস। এর আগে ফিফটি করেছেন ৩৯ বলে। স্বীকৃত টি-টোয়েন্টিতে লঙ্কান এই ক্রিকেটারের এটি প্রথম সেঞ্চুরি। চলমান বিপিএলে একদিনে দুই সেঞ্চুরি দেখেছে। এর আগের ম্যাচে চিটাগং কিংসের উসমান খান সেঞ্চুরি করেন।
থিসারার সঙ্গে চতুরঙ্গ ডি সিলভা অপরাজিত ছিলেন ১১ রানে। ২০ বলে এই রান করেন তিনি। ৪১ রানে ৬ উইকেটের পতনের পর দুজনের জুটি শুরু হয়। এক প্রান্তে থিসারা আক্রমণাত্মক ব্যাটিং করলেও চতুরঙ্গ এগিয়েছেন ধীরগতিতে। দুজনের জুটি থেকে আসে ৬৩ বলে ১১২ রান।
শুরুর পাঁচ ব্যাটারের মধ্যে একমাত্র তানজীদ ১৯ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি। খুলনার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।
এর আগে পাওয়ার প্লেতে ৫৫ রান করার পর মাঝপথে উইকেটের মিছিলে খুলনা টাইগার্সের রানের গতি কমে যায়। ৫৫ থেকে দলীয় ১০০ হতে খরচ হয় ৪৫ বল। আবার শেষ দিকে ঝড় তুলে অবশ্য পুষিয়ে দিয়েছে দলটি। শুরু আর শেষের ঝড়ে কঠিন লক্ষ্য দিতে পারে সুরমা পাড়ের ফ্র্যাঞ্চাইজিটি।
শেষ দিকে ৮ বলে ২১ ও ৪ বলে রান করে অপরাজিত ছিলেন আবু হায়দার ও নাসুম আহমেদ। দুজনে ১২ বলে ৩০ রান যোগ করেন। ২২ বলে সর্বোচ্চ ৩২ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। আর ১৫ বলে ২২ রান আসে জিয়াউর রহমানের ব্যাট থেকে।
দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন মোহাম্মদ নাঈম-উইলিয়াম বোসিসটো। ১৬ বলে ৩০ রান করে নাঈমের আউটের আগে ওপেনিং জুটি থেকে মাত্র ৪.৫ ওভারে আসে ৪৯ রান। বোসিসটো করেন ২৮ বলে ২৬ রান।
দুই ওপেনার ফেরার পর চার ব্যাটার আউট হন দুই অঙ্কের ঘর ছোয়ার আগেই। ঢাকার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন চতুরঙ্গ ডি সিলভা।
তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের খোঁজে লড়তে নামে ঢাকা ক্যাপিটালস। কিন্তু ভাগ্য সহায় হয়নি। এদিকে জয় দিয়ে বিপিএল শুরু করা খুলনা তুলে নিয়েছে নিজেদের টানা দ্বিতীয় জয়।
ঢাকা/রিয়াদ