ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

১৫ উইকেটের দিনে কার মুখে ফুটল হাসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ৪ জানুয়ারি ২০২৫  
১৫ উইকেটের দিনে কার মুখে ফুটল হাসি

সিডনি টেস্টের দ্বিতীয় দিন রোমাঞ্চ ছড়ালেন বোলাররা। এক দিনেই তুলে নিলেন ১৫ উইকেট। যদিও গতকালও বোলারদের পকেটে গেয়েছিল ১১ উইকেট। আজ সংখ্যাটা আরো ৪টি বেশি। 

১ উইকেটে ৯ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া ১৭২ রান যোগ করে অলআউট হয়েছে। ভারতের করা ১৮৫ রানের জবাবে তাদের ইনিংস থামে ১৮১ রানে। ৪ রানের লিড পায় অতিথি ভারত। 

দ্বিতীয় ইনিংসে নেমে ভারতের ব্যাটিংটাও যুৎসই হয়নি। ৬ উইকেটে ১৪১ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে। স্কোরবোর্ডে লিড মাত্র ১৪৫ রানের হওয়াতে কার মুখে হাসি ফুটল তা বোঝা যাচ্ছে না এখনই। তবে এই টেস্টের চতুর্থ ইনিংসে চরম রোমাঞ্চের অপেক্ষা করছে তা বলতে দ্বিধা নেই।

ভারত এদিন দুঃসংবাদও পেয়েছে। বোলিংয়ের সময় কোমড়ে ব্যথা অনুভব হওয়ায় মাঠ ছাড়েন ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রিত বুমরাহ। ড্রেসিংরুমে কিছুক্ষণ অপেক্ষার পর খেলা শেষ হওয়ার আগেই গাড়িতে করে মাঠ ছাড়েন এই পেসার। তাকে বোলিংয়ে পাওয়া না গেলে তা হবে বিপর্যয়। 

সকালে অসি শিবিরে শুরুর ধাক্কাটা বুমরাহ দিয়েছিলেন। তার লাফিয়ে উঠা বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লাবুশানে। এরপর মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ঞার যৌথ আক্রমণে গুঁড়িয়ে যায় অস্ট্রেলিয়ার মিডল ও লেট অর্ডার। দুই ডানহাতি পেসার ৩টি করে উইকেট নেন। আরেক পেসার নিশিত রেড্ডির পকেটেও গেছে ২ উইকেট।

অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৭ রান করেন ওয়েবস্টার। ১৫৮ মিনিট ক্রিজে কাটিয়ে ৫ বাউন্ডারিতে ইনিংসটি সাজান। এছাড়া স্মিথ ভালো শুরুর পর ৩৩ রানে আটকে যান। অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসে ২১ রান। নিয়মিত বিরতিতে ভারতের পেসাররা উইকেট নেওয়ায় থিতু হতে পারেননি কোনো ব্যাটসম্যানই।  

ভারত অ্যাটাকিং খেলবে নাকি ডিফেন্সিভ সেটা নিয়ে ছিল কৌতুহল। প্রথম ওভারে সেই বার্তা দিয়ে দেন জওসওয়াল। বাঁহাতি পেসারকে প্রথম ওভারে চারটি চার হাঁকান জওসওয়াল। থেমে থাকেননি আরেক ব্যাটসম্যান লোকেশ রাহুল। ২টি দৃষ্টিনন্দন চারে এগিয়ে নেন স্কোরবোর্ড। দুই পেসার কামিন্স ও স্টার্ক কোনো সুবিধা করতে না পারায় প্রথম ইনিংসে ফাইফারের স্বাদ পাওয়া বোল্যান্ড আক্রমণ আসেন। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৭ রানে ৩ উইকেট হারায় ভারত। রাহুল ও জওসওয়াল বোল্ড হওয়ার পর কোহলি আবারো স্লিপে ক্যাচ দেন। অফস্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে এই সিরিজে এই নিয়ে মোট সাতবার আউট হলেন কোহলি। 

হাল ধরার চেষ্টা ছিলেন গিল। কিন্তু ১৩ রানে তাকে আটকে দেন ওয়েবস্টার। পাঁচে আসা রিশভ পান্ত খেলার গতি পাল্টে দেন। মাত্র ২৯ বলে তুলে নেন ফিফটি। যা ভারতের হয়ে টেস্টে দ্বিতীয় দ্রুততম। পান্তই এ রেকর্ডটা দখলে রেখেছেন। ২৮ বলে ফিফটি পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। 

বাঁহাতি ব্যাটসম্যান ৩৩ বলে ৬১ রান করেন ৬ চার ও ৪ ছক্কায়। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে আগ্রাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ড সচল রাখলেও কামিন্স তাকে ফিরিয়ে ভারতের বড় স্কোরের সম্ভাবনা কমিয়ে দেন। অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন পান্ত। দিনের শেষ ভাগে নীতিশ রেড্ডি বোল্যান্ডের চতুর্থ শিকার হলে পিছিয়ে যায় ভারত। 

জাজেদা ৮ ও সুন্দর ৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। আগামীকাল তৃতীয় দিনে তারা কতটা লড়াই করতে পারেন, সেটার উপর ম্যাচের ভাগ্য নির্ভর করবে।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়