ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

১৭ বছর বয়সী স্পিনারের মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ৫ জানুয়ারি ২০২৫  
১৭ বছর বয়সী স্পিনারের মৃত্যু

খাদ্যনালীর সমস্যায় প্রতিশ্রুতিশীল স্পিনার মোহররম হোসেন মুহিন পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা দক্ষিণ অনূধ্ব-১৮ দলের মুহিন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে ও শোক প্রকাশ করেছে। হুট করে পেট ব্যথা শুরু হয় মুহিনের। কক্সবাজারে সোমবার থেকে জাতীয় পর্যায়ের ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট খেলার কথা ছিল মুহিনের। দলের অন্যান্য ক্রিকেটাররা কক্সবাজার গেলেও মুহিনের যাওয়া হয়নি। তাকে দৌড়াতে হয় হাসপাতালে। তিনটি হাসপাতাল ঘুরেন। করানো হয় অস্ত্রোপচারও। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে পেরে উঠেননি।

বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে ১৬ উইকেট নিয়ে আলোচনায় ছিলেন মুহিন। জাতীয় পর্যায়ে কেমন করেন সেই অপেক্ষায় ছিল সংশ্লিষ্টরা। কিন্তু সব মায়া ত্যাগ করে মুহিন এখন পরপারে।

গত বৃহস্পতিবার পেট ব্যথা শুরু হলে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে উন্নতি না হওয়ায় তাকে শুক্রবার নিয়ে আসা হয় ঢাকার সেন্ট্রাল জেনারেল হাসপাতালে। সেখানেও তার ইতিবাচক সাড়া মেলেনি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।

সেখানে ছয় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বিশেষ বোর্ড গঠনের পর অস্ত্রোপচার করানো হয়। সেখানে জানা যায়, তার খাদ্যনালী ছিদ্র হয়ে রক্ত ও অন্যান্য ফ্লুইড মিশে যায় পাকস্থলীতে। তিন ঘণ্টা চলা অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর আর জ্ঞান ফেরেনি তরুণ মুহিনের।

রাজধানীর হাসনাবাদে রবিবার সকালে মুহিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বরিশালের গৌরনদীতে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে।

ঢাকা/ইয়াসিন/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়