ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

মতের অমিলে দ্বন্দ্ব ফারুক-ফাহিমের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:১৫, ৫ জানুয়ারি ২০২৫
মতের অমিলে দ্বন্দ্ব ফারুক-ফাহিমের

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যে দুইজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত হন তারা হলেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় কাউন্সিলরশিপ নিয়ে তারা বোর্ডে যুক্ত হন। পাঁচ মাস হলো তারা বোর্ডে এসেছেন। 

অথচ কিছুদিন যেতে না যেতেই দুজন মুখোমুখি অবস্থানে। গত এক মাস ধরেই শোনা যাচ্ছিল, নাজমুল আবেদীন ফাহিম বিসিবিতে থাকতে চাইছেন না। পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এ বিষয়ে সরাসরি তিনি অবশ্য কথা বলতে রাজী হননি। তবে রোববার যমুনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি বেশ কিছু অভিযোগ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদকে নিয়ে। 

জানিয়েছেন সভাপতিকে নিয়ে নিজের অসন্তোষের কথাও। এমনকি বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন না করলেই ভালো, এমন কথাও বলেছেন। ফাহিমের এসব বক্তব্য শুনে অবাক ফারুক আহমেদ। বোর্ড সভাপতি পুরো বিষয়টিকে ভুলবোঝা বুঝি হিসেবে দেখছেন। দেখছেন মতের অমিল হিসেবে দ্রুতই এসব সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।

আরো পড়ুন:

সবশেষ বিপিএলের উদ্বোধনী দিন ফারুক আহমেদের রুমে অনকাঙ্ক্ষিত ঘটনায় মনক্ষুণ্ন হন ফাহিম। সম্পর্কের টানাপোড়েন নিয়ে যমুনা টেলিভিশনে ফাহিম বলেন, ‘‘ওরকম একটা মন্তব্য… আমি সুনির্দিষ্ট করে বলতে চাই না, মন্তব্যটি কী ছিল। তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে এবং সেটা বুঝিয়ে দিয়েছে, এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়তো সেভাবে আমাকে তার কনফিডেন্সে নিচ্ছেন না। আমি জানি না, প্রেসিডেন্ট কেন মন্তব্য করেছেন আমার ব্যাপারে। এটা শুনে আমি খুব অবাকও হয়েছিলাম এবং স্বাভাবিকভাবেই, আমি মোটেও আশা করিনি এমন মন্তব্য। সেটা অনেকগুলো মানুষের সামনে… মন্ত্রণালয়ের মানুষ ছিল, বোর্ডের ও বাইরের লোকজনও ছিল।’’

তিনি আরো বলেন, ‘‘যেটা আমার কাছে মনে হয়েছে, বোর্ড প্রেসিডেন্ট হয়তো বোর্ড পরিচালকদের যে জায়গাটা দেওয়ার কথা, সেই জায়গাটা কতোটা দিতে চান, সেটা… কিংবা আমার ব্যাপারটা হয়তো কিছুটা ভিন্ন হওয়ার কথা, কারণ যে দুজন আমরা সম্প্রতি এসেছি, বোর্ড প্রেসিডেন্ট একজন, আমি আরেকজন, আমাদের মধ্যে যে বোঝাপড়া থাকার কথা, একসঙ্গে কাজ করার যে ব্যাপারটি থাকার কথা, সেখানে এই ধরনের মন্তব্য করাটা কতটা সমীচীন হয়েছে…।’’

বোর্ডে কাজ করতে আগ্রহী নন ফাহিম তা নিজের কথাতে বুঝিয়ে দিয়েছেন, ‘‘আমার অনেক সময় মনে হয়, আমার মনে হয় বোর্ডে না থাকলেই ভালো। কারণ বোর্ডের বাইরে থেকে যেভাবে ভূমিকা রাখতে পারি, যে ধরনের আলাপ-আলোচনা করতে পারি, বোর্ডের ভেতরে থেকে আমার পক্ষে করা সম্ভব নয়। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। কাজ করতে যদি না পারি, তার চেয়ে ভালো বাইরে থাকা। বাইরে থাকলে হয়তো কী হতে পারে, না পারে, কী হওয়া উচিত ছিল, এসব নিয়ে আলোচনা করতে পারি। বোর্ডে থাকা আমার জন্য খুব জরুরি নয়।’’

নাজমুল আবেদীন ফাহিমের এমন মন্তব্য গণমাধ্যমে দেখে হতাশ ফারুক আহমেদ। সিলেটে তিনি বলেছেন, ‘‘পদত্যাগ করতে চায়নি। বলেছে কাজ করা কঠিন। পদত্যাগ করতে চায় এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে।’’

‘‘নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সবাই তো পুরনো। যখন কাজের মাত্রা বেশি লোক সংখ্যা কম তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ঐ জিনিস থেকেই উনি হয়ত চিন্তা করেছেন কাজ ঠিকমতো করতে পারছেন না’’– যোগ করেন ফারুক আহমেদ।  

সমাধানের আশ্বাস দিয়ে বোর্ড সভাপতি আরো বলেছেন, ‘‘টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। সব মিলে দিনটা আমার সেরা দিন ছিল না। তখন একটা কথা এসেছে। কার সাথে কী বলেছি হয়ত আমার মনেও নেই। মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিৎ।’’

‘‘ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ, সিনিয়র মানুষ। আমারও সিনিয়র প্লেয়ার। আমার অনেক সিনিয়র। সেদিক বিবেচনা করে উনি হয়ত মনঃক্ষুণ্ণ হয়েছেন। ফাহিম ভাই আর কোনো কথা বলতে চাননি। আমার পাশেই ছিলেন। মোট কথা আমরা সমস্যার সমাধান করেছি।’’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়