পিএসএলের ড্রাফটে ৮ বাংলাদেশি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের প্রায় ৩০ ক্রিকেটার। সেখান থেকে পিএসএল কর্তৃপক্ষ ড্রাফটে নাম দিয়েছেন ৮ ক্রিকেটারের।
তাদেরকে শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে রাখা হয়েছে। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে পিএসএল কর্তৃপক্ষ আগেভাগেই সাইন করিয়েছিল। তাদের সঙ্গে সুযোগ পেয়েছেন ৬ ক্রিকেটার। তারা হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদ।
পিএসএলের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে আয়োজকরা ৮ এপ্রিল থেকে ১৯ মের মধ্যে পিএসএল আয়োজন করতে চায়। প্রায় একই সময়ে আইপিএল চলবে।
পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদারে আগামী ১১ জানুয়ারি পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফট থেকে বাংলাদেশের কতজন ক্রিকেটার দল পান, সেটাই এখন দেখার।
পিএসএলের নিয়ম অনুযায়ী, ড্রাফটের আগে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ খেলোয়াড় ধরে রাখতে পারে। ছয়টি ফ্র্যাঞ্চাইজি রিটেইন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। যেখানে ৮ জন করে ক্রিকেটার রিটেইন করেছে ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্লাডিয়েটর্স এবং লাহোর কালান্দার্স। এছাড়া করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি ৭ জন করে ক্রিকেটার রিটেইন করেছে।
ঢাকা/ইয়াসিন/এসবি