ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

বড় রানের প্রত্যাশায় রংপুরের আমন্ত্রণে ব্যাটিংয়ে সিলেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৩১, ৬ জানুয়ারি ২০২৫
বড় রানের প্রত্যাশায় রংপুরের আমন্ত্রণে ব্যাটিংয়ে সিলেট

ঢাকার পর আজ সোমবার (০৬ জানুয়ারি, ২০২৫) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের খেলা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের সিলেট পর্বে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই পর্বের খেলা হবে মোট ছয় দিন। এর মধ্যে পাঁচ দিনই খেলবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। আজ দিনের প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ রংপুর। ঢাকায় তিন ম্যাচে তিনটিতেই জিতেছে রংপুর। সিলেট একটি ম্যাচ খেললেও জয়ের স্বাদ পায়নি।

ঢাকায় বিপিএলের প্রতি ম্যাচেই রান হয়েছে। সিলেটের উইকেট বরাবরই রানপ্রসবা। এখানেও বড় কিছুর প্রত্যাশা করছে দলগুলো। বড় রানের প্রত্যাশা করছে সিলেটও। রংপুরের আমন্ত্রণে টস হেরে ব্যাটিংয়ে তারা।

আরো পড়ুন:

সিলেট পর্বের প্রথম ম্যাচটা কেমন উপভোগ্য হয় সেটাই দেখার।  

সিলেট স্ট্রাইকার্স:
আরিফুল হক, জর্জ মুনসে, পল স্টারলিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, নিহাদুজ্জামান, রিচ টপলি, আল-আমিন হোসেন ও অ্যারোন জোন্স।

রংপুর রাইডার্স:
কাজী নুরুল হাসান সোহান, অ্যালেক্স হেলস, আজিজুল হক, ইফতেখার আহমেদ, সাইফ হাসান, খুশদিল শাহ, সাইফ উদ্দিন, মাহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ ও রাকিবুল হাসান।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়