রনি-জাকেরের ফিফটির পর জোন্স-জাকের ঝড়
রংপুর রাইডার্সের ‘ঘরের ছেলে’ বলা যায় রনি তালুকদারকে। এবার সেই ঘরের ছেলেকে অবশ্য তাঁবুতে রাখতে পারেনি তারা। দল পাল্টে রনি এখন সিলেট সিক্সার্সের। মুখোমুখি লড়াইয়ে রনি রংপুরের বিপক্ষে কেমন করে সেটাই ছিল দেখার।
হতাশ করেননি সিলেটের ডানহাতি ওপেনার। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে পেয়েছেন ফিফটির স্বাদ। ফিফটি ছুঁয়েছেন সিলেটের আরেক ব্যাটসম্যান জাকির হাসানও। দুজনের ফিফটি ছোঁয়া ইনিংসে সিলেট পায় বড় সংগ্রহের ভিত।
সেই ভিতের উপর ভর করে শেষ দিকে ঝড় তোলেন অ্যারোন জোন্স ও জাকের আলী। দুজন মাত্র ১০ বলে ৩৪ রানের জুটি গড়েন। তাতে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২০৫ রানের পুঁজি পেয়েছে সিলেট স্ট্রাইকার্স।
ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএল এখন চায়ের শহর সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান কেমন হয় সেটাই ছিল দেখার। হতাশ করেননি সিলেটের ব্যাটসম্যানরা। ১০.২৫ স্ট্রাইক রেটে তুলেছেন ২০৫ রান।
জোন্স ও জাকেরের স্কোরবোর্ডের চিত্র পাল্টে দেন। প্রথমবারের মতো বিপিএল খেলতে নামা যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জোন্স ১৯ বলে ৩৮ রান করেন ১ চার ও ৪ ছক্কায়। জাকের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে তিন ছক্কায় মাঠ মাতিয়ে তোলেন। মাত্র ৫ বলে ২০ রান করেন চোখের পলকে।
এর আগে রনি ৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন। জাকির ৪ ছক্কায় ৩৮ বলে করেন ৫০ রান। দুজনের কেউই ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি। তবে আসল কাজটা করে দেন। এছাড়া ওপেনার জর্জ মুনসে ১২ বলে ১৮ ও পল স্টারলিং ১৬ বলে ১৬ রান তুলে রাখেন অবদান।
বল হাতে সাইফ উদ্দিন ৩১ রানে পেয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন মাহেদী ও আফিফ। বিবর্ণ দিন গেছে নাহিদ রানার। ৪ ওভারে ৪৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
ঢাকা/ইয়াসিন/আমিনুল