টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন পিএসজি
ফ্রেঞ্চ সুপার কাপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। রোববার (০৫ জানুয়ারি, ২০২৫) রাতে এএস মোনাকোকে শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করে লাল-নীল জার্সিধারীরা।
এ নিয়ে রেকর্ড ১৩তমবারের মতো সুপার কাপের শিরোপা জিতলে পিএসজি এবং সবশেষ ১২ বছরে ১১তমবার।
কাতারের দোহায় ৯৭৪টি শিপিং কন্টেইনার দিয়ে তৈরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় ফ্রেঞ্জ লিগ ওয়ানের রানার্স-আপ দল মোনাকোর সঙ্গে। এদিন পিএসজি মোট ২৭টি সুযোগ তৈরি করে। তার মধ্যে ৯টি শট নেয় অন টার্গেটে। কিন্তু তার একটি থেকেও গোল করতে তারা।
কিন্তু অন্তিম মুহূর্তে যোগ করা সময়ে (৯০+২) গিয়ে ম্যাচের ভাগ্য বদলে দেন উসমানে দেম্বেলে। এ সময় ফাবিয়ান রুইজের বাড়ানো বল পেয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান ফরাসি এই তারকা।
তার আগে ম্যাচের নবম মিনিটে পিএসজির ডিজায়ার দৌয়ি সুযোগ পেয়েছিলেন গোলের। কিন্তু সেটি বারে লেগে ফিরে আসে। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে পিএসজির লি কাং-ইনের নেওয়া শট কোনোক্রমে ফেরান মোনাকোর গোলরক্ষক ফিলিপ কোহন।
শেষ পর্যন্ত কোনো গোল না হয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা। যা ২০১০ সালের পর সুপার কাপের ফাইনালে প্রথম ঘটলো। বিরতির পরও চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ এবং সুযোগ মিসের মহড়া। শেষ পর্যন্ত দেম্বেলের গোলে শিরোপা ঘরে তোলে পিএসজি।
চারবারের চ্যাম্পিয়ন মোনাকো সবশেষ ২০০০ সালে সুপার কাপের শিরোপা জিতেছিল। এরপর ২০১৭ ও ২০১৮ সালে ফাইনালে উঠেছিল। কিন্তু দুইবারই পিএসজির কাছে হেরে রানার্স-আপ হয়েছিল। এবারও একই ভাগ্যবরণ করতে হলো তাদের।
ঢাকা/আমিনুল