ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

‘ছোট সীমানায়’ ৩১ ছক্কার রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ৬ জানুয়ারি ২০২৫  
‘ছোট সীমানায়’ ৩১ ছক্কার রেকর্ড

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট এমনিতেই রান প্রসবা। ব্যাটসম্যানদের দুহাত ভরে রান উপহার দেয়। এর উপরে যদি সীমানা কমানো হয়…তাহলে তো কথাই নেই। ব্যাটসম্যানের জন্য ‘পোয়া বারো’।

বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে এমন কিছুই দেখলেন সমর্থকরা, যা তারা দেখতে চান। চার-ছক্কার উৎসব। সিলেট স্ট্রাইকার্স আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২০৫ রান করে। জবাবে রংপুর রাইডার্স মাত্র ২ উইকেট হারিয়ে ২১০ রান তুলে জয় নিশ্চিত করে ৬ বল হাতে রেখে।

সব মিলিয়ে ম্যাচে ৪১৫ রান হলো। যা বিপিএলে দুই ইনিংস মিলিয়ে রানের হিসেবে পঞ্চম সর্বোচ্চ। এর আগে ৪২২, ৪২৩, ৪২৬ এবং সর্বোচ্চ ৪৬০ রানও হয়েছে বিপিএলে।

আরো পড়ুন:

তবে একটি জায়গায় আজ সবকিছুকে ছাড়িয়ে গেছে এই ম্যাচ। সেটা হলো ছক্কার রেকর্ড। সব মিলিয়ে ৩১ ছক্কা হয়েছে ম্যাচে। সিলেট আগে নেমে ১৬ ছক্কা হাঁকায়। রংপুর জবাব দেয় ১৫ ছক্কা দিয়ে। দুই ইনিংস মিলিয়ে ৩১ ছক্কা এর আগে কোনো বিপিএলের ম্যাচে হয়নি।

এর আগের রেকর্ডটি ২৯ ছক্কার। সেটাও হয়েছে এই বিপিএলে। মিরপুর শের-ই-বাংলায় বিপিএলের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচে ২৯ ছক্কা হয়েছিল। এছাড়া গত বছর চট্টগ্রামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচেও ২৯ ছক্কা হয়েছিল। এছাড়া ২৭টি করে ছক্কা আছে তিন ম্যাচে।

সর্বোচ্চ ৭টি করে ছক্কা হাঁকিয়েছেন অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। হেলস সেঞ্চুরি তুলে ম্যাচসেরা হয়েছেন। সাইফ ৮১ রান করে পেয়েছেন সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার। রংপুরের অপর ছক্কাটি আসে ইফতেখার আহমেদের ব্যাট থেকে।

এর আগে সিলেটের জাকির হাসান ও অ্যারোন জোন্স ৪টি করে ছক্কা হাঁকান। ৪০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করা জাকের আলী পেয়েছেন ৩ ছক্কা। রনি তালুকদার ৩টি ও জর্জ  মুনসের ব্যাট থেকে আসে ২ ছক্কা।

সিলেটে বিপিএল উন্মদনা ছড়িয়ে দেওয়ার জন্য এমন কিছুরই দরকার ছিল। সিলেট ও রংপুরের ব্যাটসম্যানরা সেই ছক্কার বৃষ্টি নামিয়ে সেই উন্মাদনা ছড়িয়ে দিলেন। সামনে কি হয় সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়