ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

‘প্রতিশোধের’ ম্যাচে মুখোমুখি তামিম-তাসকিন, বাদ শান্ত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৫৭, ৬ জানুয়ারি ২০২৫
‘প্রতিশোধের’ ম্যাচে মুখোমুখি তামিম-তাসকিন, বাদ শান্ত

চায়ের দেশে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমজমাট লড়াই। সিলেট পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী। বরিশালের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা রাজশাহীর জন্য ম্যাচটি প্রতিশোধের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (০৬ জানুয়ারি, ২০২৫) টস হেরে ব্যাটিং করবে বরিশাল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। বরিশাল একাদশ থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, ইকবাল হোসেন ইমন ও মোহাম্মদ নবী। জায়গা পেয়েছেন রিশাদ হোসেন, প্রীতম কুমার ও জাহানদাদ খান। 

বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে রাজশাহীতে আছেন এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি তারকা পেসার তাসকিন আহমেদ। বরিশাল-রাজশাহী লড়াই ছাপিয়ে ম্যাচটি হয়ে উঠেছে তামিম-তাসকিনের লড়াই।

আরো পড়ুন:

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রাজশাহীকে উড়িয়ে দারুণ শুরু করেছিল বরিশাল। পরের ম্যাচেই ধাক্কা খায় রংপুর রাইডার্সের কাছে হেরে। অন্যদিকে বরিশালের কাছে হেরে শুরু হলেও দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছিল রাজশাহী। কিন্তু চিটাগাং কিংসের কাছে হেরে ধাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা।

ঢাকার মতো সিলেটেও বিপিএল শুরু হয়েছে বড় রান দিয়ে। সিলেট স্ট্রাইকার্সের ২০৫ রান সহজেই টপকে যায় রংপুর রাইডার্স। তামিম-তাসকিনের লড়াই কেমন হয় এখন এটাই দেখার।

বরিশাল একাদশ:
তামিম ইকবাল, তাওহীদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, প্রীতম কুমার‍, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, জাহানদাদ খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি ও তানভীর ইসলাম।

দুর্বার রাজশাহীর একাদশ:

মোহাম্মদ হারিস, জিসান আলম, সাব্বির হোসেন, এনামুল হক, আকবর আলী, রায়ান বার্ল, ইয়াসির আলী, হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়