রশিদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আফগানিস্তানের সিরিজ জয়
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আজ সোমবার (০৬ জানুয়ারি, ২০২৪) বিকেলে পঞ্চম ও শেষ দিনে জিম্বাবুয়ের শেষ দুই উইকেট তুলে নিতে আফগানিস্তানের লেগেছে মাত্র ১৫ বল। সময় লেগেছে মাত্র ১৩ মিনিট। শেষ দুই উইকেটে দলের স্কোরবোর্ডে স্বাগতিকরা তেমন রানের যোগান দিতে না পারায় এবং রশিদের ঘূর্ণি বোলিংয়ের মুখে ইতি টানতে হয় ২০৫ রানেই। তাতে ৭২ রানে জয় পায় আফগানিস্তান। আর দুই ম্যাচের সিরিজে হাশমতউল্লাহ শাহিদির দল ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে শেভরনদের।
দুই ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ছিল যথাক্রমে ১৫৭ ও ৩৬৩ রান। জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ২৪৩ ও সর্বশেষ ৬৮.৩ ওভারে ২০৫ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল জিম্বাবুয়ের পক্ষে স্কোরবোর্ডে গতি এনেছিলেন ক্রেইগ আরভিন, বেন কারান ও সিকান্দার রাজা। তারা যথাক্রমে ৫৩, ৩৮ ও ৩৮ রানের ইনিংস খেলেন। বিপরীতে ৬৬ রানে ৭ উইকেট নেন রশিদ খান। যা তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। জিয়া-উর-রেহমান নিয়েছেন ৪৪ রানে ২ উইকেট। দুই ইনিংসে ক্যারিয়ার সেরা ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রশিদ খান এবং দুই ম্যাচে ৩৯২ রান করে সিরিজ সেরা হয়েছেন রহমত শাহ।
দীর্ঘ চার বছর পর টেস্টে নিজেকে দারুণভাবে পুনরাবিষ্কার করলেন রশিদ। ফিরে প্রথম ইনিংসেই ৯৪ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে নেন আরও ৭ উইকেট। এছাড়া দুই ইনিংস ব্যাট হাতে করেছেন ৪৮ রান। রশিদের দাপুটে বোলিংয়েই ধ্বস নামে জিম্বাবুয়ের ব্যটিং লাইনে। টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ১০ উইকেট শিকার করেন বিশ্বের সেরা এই অফ স্পিনার।
এছাড়া এই টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ইসমত আলম। একই ইনিংসে ২৭৫ বল খেলে ১৩৯ রান করেন রহমত শাহ।
ঢাকা/জয়/আমিনুল