উইন্ডিজ সফরে দল ঘোষণা, মানসিক সমস্যায় নেই জাহানারা
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের উইন্ডিজ সফরে নেই জাহানারা আলম। মানসিকভাবে ফিট না থাকায় তিনি ছুটি নিয়েছেন। সে কারণে তাকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সফরের রাখা হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন রাইজিংবিডিকে বলেন, ‘‘জাহানারা এই মুহুর্তে মানসিকভাবে ফিট না। সে ক্রিকেট থেকে দূরে থাকতে চায়। আমাদের কাছে ছুটি চেয়েছে। সে যখন ভালো মনে করবে আমাদের জানাবে।’’
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে সোমবার (০৬ জানুয়ারি, ২০২৫) ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাহানারা ছাড়া ওয়ানডে দল থেকে থেকে বাদ পড়েছেন রিতু মনি। ফিরেছেন লতা মন্ডল ও ফারিহা ইসলাম। জাহানারা ছাড়া টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন রিতু মনি ও জান্নাতুল ফেরদৌস। ফিরেছেন মারুফা আক্তার, সুলতানা খাতুন, লতা মন্ডল ও ফারজানা হক।
১৪ জানুয়ায়ারি উইন্ডিজের বিমান ধরার কথা রয়েছে জ্যোতিদের। ১৯, ২১ ও ২৪ জানুয়ারি সেন্ট কিটসে ওয়ানডে খেলবে বাংলাদেশ। এরপর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারিতে হবে টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক পিংকি, তাজ নাহার, সানজিদা মেঘলা ও মারুফা আক্তার।
ঢাকা/রিয়াদ/আমিনুল