ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

রয়-সাব্বির-মোসাদ্দেককে নিয়ে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৫০, ৭ জানুয়ারি ২০২৫
রয়-সাব্বির-মোসাদ্দেককে নিয়ে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস

ঢাকায় প্রথমপর্বে দুই ম্যাচ খেলে কোনো জয় পায়নি ঢাকা ক্যাপিটালস। সিলেটে দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি, ২০২৫) তাদের প্রতিপক্ষ টানা চার জয় পাওয়া রংপুর রাইডার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্স ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। দুপুর দেড়টায় দুই দলের ম্যাচ শুরু হয়েছে।

রংপুরের একাদশে ফিরেছেন পেসার কামরুল ইসলাম রাব্বী। বাদ পড়েছেন স্পিনার রাকিবুল হাসান। ঢাকার একাদশে বেশ কিছু পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন সাব্বির রহমান, জেসন রয় ও মোসাদ্দেক হোসেন। হাবিবুর রহমান ফিরেছেন একাদশে। বাদ পড়েছেন শাহাদাত হোসেন দিপু ও নাজমুল ইসলাম অপু।

আরো পড়ুন:

সিলেটে গতকাল রান উৎসব হয়েছে। রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের দিনের ম্যাচে ৪১৫ রান হয়েছিল। ছক্কা হয়েছিল ৩১টি। আজও ঢাকা ও রংপুরের ম্যাচে এমন কিছুর প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমিরা।

দুই দল এর আগে ঢাকায় মুখোমুখি হয়েছিল। রংপুর ৪০ রানে হারিয়েছিল ঢাকাকে। আজ ঢাকার প্রতিশোধের লড়াই।

ঢাকা ক্যাপিটালস:
লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, জেসন রয়, আমির হামজা হোতাক, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিন বাবু।

রংপুর রাইডার্স:
কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, সাইফ হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাহিদ রানা, আজিজুল হাকিম তামিম, কামরুল ইসলাম রাব্বী, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, অ্যালেক্স হেলস ও আকিফ জাভেদ।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়