৮ বছর পর এসি মিলান চ্যাম্পিয়ন
বর্তমান ফর্ম বিবেচনায় ইন্টার মিলানের ধারে-কাছে ছিল না এসি মিলান। কিন্তু ইতালিয়ান সুপার কোপার ফাইনালে দুই গোলে পিছিয়ে পড়েও ইন্টারকে হারিয়েছে। আর তাতে ৮ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে তারা।
সৌদি আরবের রিয়াদে সোমবার (০৬ জানুয়ারি, ২০২৫) রাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ইন্টারকে ৩-২ গোলে হারিয়ে অষ্টম শিরোপা ঘরে তুলেছে রোসোনেরিরা। এর মধ্য দিয়ে ইন্টার মিলানকেও ছুঁয়ে ফেলেছে তারা। ইন্টার এ পর্যন্ত ৮টি শিরোপা জিতেছে। মিলানও সমপরিমাণ শিরোপা ঘরে তুললো।
এটি ছিল এসি মিলানের নতুন কোচ সার্জে কনসেকাও এর প্রথম শিরোপা। তাও আবার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেই!
ফাইনালের প্রথমার্ধে এদিন মাত্র একটি গোল হয়। আর চারটি গোল হয় দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) ইন্টার মিলানের লাওতারো মার্টিনেজ গোল করে এগিয়ে নেন দলকে। বিরতির পর মেহেদি তারেমির গোলে ব্যবধান বাড়ে ইন্টারের।
পরের গল্পটা দুই গোলে পিছিয়ে পড়া এসি মিলানের। ৫২ মিনিটে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। এ সময় থিও হার্নান্দেজ গোল করে ব্যবধান কমান। ৮০ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে ফেরে সমতা। আর যোগ করা সময়ে (৯০+৩) ট্যামি আব্রাহামের গোলে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত হয় রোসেনারিদের। নিশ্চিত হয় শিরোপা। তাও আবার ৮ বছর পর।
ঢাকা/আমিনুল