দাপুটে জয়ে শেষ ষোলোতে রিয়াল
দেপোর্তিভো মিনেরাকে ৫-০ গোলে উড়িয়ে ‘স্প্যানিশ কোপা দেল রে’র শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সোমবার (০৬ জানুয়ারি, ২০২৪) দিবাগত রাতে আর্দা গুলারের জোড়া গোলে নিজেদের মাঠ কার্টাগোনায় কুপোকাত হয় চতুর্থ সারির দলটি। রিয়ালের মুহুমুর্হু আক্রমণের সামনে মিনেরা রীতিমতো অসহায় হয়ে পড়ে। ম্যাচের পরিসংখ্যান একবাক্যে জানান দিচ্ছিল মিনেরার অসহায়ত্বের চিত্র।
ম্যাচ শুরুর পাঁচ মিনিটেই রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোল করেন উরুগুয়ের ফেদেরিকো ভালভার্দে। তার ঠিক ৮ মিনিট পর (১৩ মিনিটের মাথায়) হেডে মিনেরার জাল ভেদ করেন ফরাসি মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা। ভালভার্দের সহায়তায় আরদা গুলার ২৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ৩-০ ব্যবধানে। প্রথমার্ধে এই তিনটি গোলই হয়।
বিরতির পর ৫৫ মিনিটে ব্রাহিম দিয়াজের বাড়ান বল পেয়ে ম্যাচের চতুর্থ গোলটি করেন ক্রোয়েশিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মাদ্রিচ। এরপর ৮৮ মিনিটের মাথায় আরদা গুলার নিজের জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান বেড়ে হয় ৫-০।
মাদ্রিদের দেয়া ৫টি গোলের একটিরও জবাব দেয়া হয়ে উঠেনা মিনেরার। পুরো ম্যাচে মিনেরা কেবল একটি অন টার্গেটে শট নিতে পারে। অন্যদিনে মিনেরার গোলমুখে ২১টি শট নেয় রিয়াল। তার ৫টি থেকেই গোল পায় ইউরোপ সেরা দলটি। ম্যাচের দুই-তৃতীয়াংশ সময়ই বল ছিল মাদ্রিদের দখলে।
মিনেরার স্প্যানিশ গোলরক্ষক ফ্রান মার্টিনেজ গোলরক্ষকের ভূমিকায় অতটাও জোরালো ছিল না ম্যাচে। তবে ভালভার্দে ও কিলিয়ান এমবাপ্পের অনেকগুলো শট আটকে না দিলে গোলের সংখ্যা আরও বেশি হতে পারতো। মাদ্রিদের গোছানো খেলায় ৯টি কর্ণারের বিপরীতে মিনেরা একটিও পায়নি। একচ্ছত্র আধিপত্য বিস্তার করে মিনেরাকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় রিয়াল।
ঢাকা/জয়/আমিনুল