ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

৫৪ রানে ২ উইকেট থেকে ১১১ রানে অলআউট ঢাকা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৩৫, ৭ জানুয়ারি ২০২৫
৫৪ রানে ২ উইকেট থেকে ১১১ রানে অলআউট ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবাগত দল ঢাকা ক্যাপিটালস যেন উল্টো পথে হাঁটছে। ব্যাটিং ব্যর্থতা থেকে বেরই হতে পারছে না তারা। ঢাকায় প্রথম পর্বের পর সিলেট পর্বের শুরুটাও যুৎসই হলো না তাদের। রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট তারা।

অথচ স্কোরবোর্ডের চিত্র এক সময়ে ছিল এমন, ৫৪/২। পরের ৫৭ রান তুলতে ৮ ব্যাটসম্যানকে হারিয়েছে তারা। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বনিম্ন রানের রেকর্ডটি ঢাকার দখলেই। আগের দিন একই মাঠে রান উৎসব হয়েছে। চার-ছক্কার ছড়াছড়ি হয়েছে। অথচ একদিন পরই বাউন্ডারি এসেছে কালেভাদ্রে। ভিন্ন উইকেটে খেলা হলেও ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল। বল কয়েকটা উচুঁ নিচু হয়েছে ঠিকই। কিন্তু বোলারদের জন্য তেমন কিছু ছিল না। ব্যাটসম্যানরা চাইলেই শট খেলতে পারছিলেন। কিন্তু ঢাকার ব্যাটসম্যানরা কেউই নিলেন না দায়িত্ব।

কোচ খালেদ মাহমুদ সুজন দলের খোলনলচে পাল্টে দিয়েছেন। একাদশে এনেছিলেন ৬ পরিবর্তন। ব্যাটিং অর্ডারে করেছেন শাফল। কিন্তু লিটন, তানিজদরা রান পাননি। প্রথমবার সুযোগ পাওয়া সাব্বির, মোসাদ্দেকরা পারেননি নিজেদের মেলে ধরতে। ভরসা হয়ে আসা জেসন রয়ও ছিলেন নিষ্প্রভ। এছাড়া আগের ম্যাচের সেঞ্চুরিয়ান থিসারা পেরেরা, একাদশে ফেরা হাবিবুর রহমান সোহান কেউই পারেননি দলের স্কোরকে আগাতে। ব্যাটিং ব্যর্থতায় বিরাট বিপর্যয়ে পড়ে অতি অল্পতেই আটকে গেছে তাদের রান।

আরো পড়ুন:

তানজিদ হাসান সর্বোচ্চ ২০ রান করেন। জেসন রয় করেন ১৮ রান। হাবিবুর রহমান সোহান ১৪, আলাউদ্দিন বাবু ১৬ ও মোসাদ্দেক ১২ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে প্রবেশ করতে পারেনি।

রংপুরের বোলিং ছিল আঁটসাঁট। নিয়মিত বিরতিতে উইকেট তুলেছেন বোলাররা। আগের দিন উইকটশূন্য থাকা নাহিদ রানা এদিন ২১ রানে ৩ উইকেট পেয়েছেন। ২টি করে উইকেট নেন আকিফ জাভেদ ও খুশদিল শাহ। দ্যুতিময় বোলিংয়ের দিনে অতিরিক্ত খাতে ১৭ রান দিয়েছেন বোলাররা। যেখানে ওয়াইড ছিল ৮টি, নো বল ৩টি। এই অতিরিক্ত রান যোগ না হলে ঢাকার রান শতরানের নিচে আটকে যেত। 

ঢাকায় দুই দলের মুখোমুখি লড়াইয়ে রংপুর জয় পেয়েছিল ৪০ রানে। আজ তাদের কাজটা আরও সহজ হওয়ার কথা।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়