ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

পরিস্থিতি বুঝে উঠতে শিখেছেন নাহিদ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ৭ জানুয়ারি ২০২৫  
পরিস্থিতি বুঝে উঠতে শিখেছেন নাহিদ

উড়ছে রংপুর রাইডার্স। উড়ছেন নাহিদ রানা। গতির ঝড় তুলে ব্যাটসম্যানদের দিশেহারা বানিয়ে বিপিএলে নিজের ছাপ রেখে যাচ্ছেন বাংলাদেশের এ সময়কার দ্রুততম বোলার নাহিদ।  ‘চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস’ নাহিদ রংপুরের পাঁচ জয়ের দুটিতেই নায়ক। বল হাতে ৭.১৫ ইকোনমিতে পেয়েছেন ৯ উইকেট। উইকেট শিকারিদের তালিকায় পেসারদের মধ্যে দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

গতি নাহিদের মূল অস্ত্র। বিপিএলের আগে আন্তর্জাতিক ক্রিকেটে গতি দিয়েই নজর কেড়েছেন সবার। তবে সব সময় গতিই সবকিছু নয় সেটাও বুঝে উঠতে শুরু করেছেন তিনি। ২২ বছর বয়সী নাহিদ মঙ্গলবার (০৭ জানুয়ারি, ২০২৫) সিলেটে রংপুরের পঞ্চম ম্যাচের জয়ের নায়ক হয়েছেন। বল হাতে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন। অথচ আগের দিন সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৪৫ রান দিয়ে কোনো উইকেট পাননি।

দুই দিনের বোলিংয়ে আকাশ পাতাল পার্থক্য। আগের দিন গতি দিয়ে সব উড়িয়ে দিতে চেয়েছিলেন। ফলাফল মেলেনি। আজ উইকেট বুঝে, পরিস্থিতির দাবি মিটিয়েছেন। ব্যাটসম্যানকে পড়তে পারছেন। গতি কমিয়ে লাইন ও লেন্থে লাগাতার বোলিং করেছেন। তাতেই মিলেছে সাফল্য। ভালো পারফর্ম করায় তৃপ্ত নাহিদ, ‘‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই জিনিসটা এখন হচ্ছে। আমি চেষ্টা করছি কঠিন সময়টা কিভাবে সারভাইব করা যায়। যে জিনিসটা হার্ড ওয়ার্ক করতাম এখন ওই জিনিসটা কাজে দিচ্ছে। চেষ্টা থাকবে যত লম্বা সময় এটা নিয়ে যাওয়া যায়।’’

আরো পড়ুন:

নিজের বোলিং নিয়ে আলাদা করে নাহিদ বলেছেন, ‘‘উইকেট এবং ব্যাটসম্যানকে বুঝে ম্যাচের পরিস্থিতি বুঝে বোলিং করার চেষ্টা করেছি। পরিস্থিতি অনুযায়ী বোলিং করেছি। এটাই।’’

উইকেট প্রাপ্তিতে তাসকিনের পর নাহিদের অবস্থান। টুর্নামেন্টের শেষ পর্যন্ত নিজেকে কোথায় দেখতে চান সেই উত্তর দিতে গিয়ে নাহিদ বলেছেন, ‘‘ব্যক্তিগত টার্গেট আমি রংপুর রাইডার্সকে নিজের সর্বোচ্চটা দেব। রংপুর রাইডার্স যে জন্য আমাকে দলে নিয়েছে, সেটা যেন ডেলিভারি করতে পারি সেই চেষ্টা করবো। আমি খুব খুশি। দলের জন্য অবদান রাখতে পারছি। সঙ্গে নিজের পারফরম্যান্সেও আমি খুশি।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়