ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

রোহিত-কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৩৯, ৭ জানুয়ারি ২০২৫
রোহিত-কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ

সময়টা মোটেই ভালো যাচ্ছে না ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে রোহিত ব্যাপক সমালোচিত হয়েছেন। পাঁচ ইনিংস মিলিয়ে তার সংগ্রহ মাত্র ৩১ রান।  গড় ৬.২।

এদিকে পার্থ টেস্টে কোহলি একটি অপরাজিত সেঞ্চুরির দেখা পেলেও ২৩.৭৫ গড়ে সিরিজে করেন ১৯০ রান। তাই বিভিন্ন মহলে রোহিত-কোহলি নিয়ে চর্চা বেড়ে গেছে। কেউ বলছেন তাদের অবসরে যাওয়ার কথা। আবার কেউ বলছেন তাদের পুরনো ফর্ম কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে মনোযোগী হওয়ার কথা। পরামর্শ আসছে ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেদের ঢেলে সাজানোরও।

এর আগেও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) পরিষ্কার জানিয়েছিল, জাতীয় দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। সম্প্রতি কোচ গৌতম গম্ভীর এ বিষয়ে সিদ্ধান্ত তাদের হাতেই ছেড়ে দিয়েছেন।

আরো পড়ুন:

সিডনিতে গত রোববার (২৯ ডিসেম্বর, ২০২৪) ৩-১ সিরিজে হারার পর প্রেস কনফারেন্সে আসেন গৌতম গম্ভীর। সেখানে রোহিত-কোহলির বাজে পারফম্যান্সের বিষয়ে প্রশ্ন উঠলে কৌশলে জবাব দেন তিনি, ‘‘কোন খেলোয়াড়ের ভবিষ্যৎ সম্পর্কে আমি বলতে পারি না। এটা তাদের (রোহিত-কোহলি) উপর নির্ভর করছে। যেটা আমি বলতে পারি, তাদের মধ্যে এখনো ক্ষিদে আছে। তাদের ভেতর প্যাশন আছে। তারা শক্ত মানসিকতার। আশা করছি ভারতের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’’

আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হবে রঞ্জি ট্রফি। এখানে দেখা যেতে পারে এই দুই তারকা ব্যাটসম্যানকে। তবে পুরো ট্রফি খেলতে পারবেন না। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। তার আগে রঞ্জি ট্রফিতে অন্তত একটি ম্যাচে দেখা যেতে পারে রোহিত ও কোহলিকে।

ঢাকা/জয়/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়