সিলেটের একাদশে কর্নওয়াল, শান্তকে নিয়ে ফিল্ডিংয়ে বরিশাল
ঢাকার পর সিলেটেও খেলতে নেমে হারতে হয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের খোঁজে দলটি এবার নেমেছে ফরচুন বরিশালের বিপক্ষে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (০৭ জানুয়ারি, ২০২৫) টস হেরে ব্যাটিং করছে সিলেট। দলটির একাদশে প্রথমবার সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রাকিম কর্নওয়াল।
চলতি আসরে এখন পর্যন্ত রংপুরের বিপক্ষেই দুই ম্যাচ খেলেছে সিলেট। প্রথম ম্যাচে ৩৪ রানে হারের পর গতকাল ২০৫ রান করেও জয়ের দেখা পায়নি।
অন্যদিকে তামিম ইকবালের বরিশাল তৃতীয় জয়ের খোঁজে নেমেছে তাদের চতুর্থ ম্যাচে। গতকাল রাজশাহীকে উড়িয়ে সিলেট পর্ব শুরু করে দারুণভাবে।
বরিশাল একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন প্রীতম কুমার। অন্যদিকে সিলেট নেমেছে দুই পরিবর্তন নিয়ে। নিহাদুজ্জামানের জায়গায় একাদশে সুযোগ পান রুয়েল মিয়া আর পল স্টার্লিংয়ের পরিবর্তে রাকিম।
বরিশাল একাদশ:
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, প্রীতম কুমার, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, জাহানদাদ খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি ও তানভীর ইসলাম।
সিলেট স্ট্রাইকার্স:
আরিফুল হক, জর্জ মুনসে, রাকিম কর্নওয়াল, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রুয়েল মিয়া, রিচ টপলি, আল-আমিন হোসেন ও অ্যারোন জোন্স।
ঢাকা/রিয়াদ/আমিনুল