পয়েন্ট হারানোর পাশাপাশি জরিমানাও গুনলো পাকিস্তান
স্লো ওভার রেটের কারণে পাকিস্তান ক্রিকেট দলের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান ৫টি পয়েন্ট কেনে নেওয়া হয়েছে। এর পাশাপাশি পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানাও করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে দ্বিতীয় টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ৫ ওভার কম করতে পারে পাকিস্তান। সে কারণে তাদের ৫টি পয়েন্ট কেটে নেওয়া হয়। আর খেলোয়াড়দের জরিমানা করা হয়।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পয়েন্ট কর্তন ও জরিমানা আরোপ করেন। সেটি মেনে নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। যে কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পর ২ পয়েন্ট হারিয়েছিল স্লো ওভার রেটের জন্য। এরপর বাংলাদেশের বিপক্ষে ২০২৪ সালের আগস্টে রাওয়ালপিন্ডি টেস্টে ৬ পয়েন্ট হারিয়েছিল। সব মিলিয়ে পাকিস্তান স্লো ওভার রেটের কারণে এ পর্যন্ত ১৩ পয়েন্ট হারালো। সে কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে ৪৮ পয়েন্ট থেকে কমে তাদের সংগ্রহে আছে এখন মাত্র ৩৫ পয়েন্ট। তাদের পার্সেন্টেজও কমেছে। ২৭.৭৮ থেকে এখন হয়েছে ২৪.৩১ শতাংশ। বর্তমানে তারা ৯ দলের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে অবস্থান করছে।
যদিও তাদের আরও দুটি টেস্ট বাকি আছে। চলতি মাসে তারা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দুটি খেলবে।
ঢাকা/আমিনুল