ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

দুই ম্যাচ নিষিদ্ধ ভিনিসিউস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:১৭, ৮ জানুয়ারি ২০২৫
দুই ম্যাচ নিষিদ্ধ ভিনিসিউস

নিষেধাজ্ঞা এড়াতে পারলেন না ভিনিসিউস জুনিয়র। গত শুক্রবার (০৩ জানুয়ারি, ২০২৫) রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষের ম্যাচে গোলরক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিউস। এবার সেই লাল কার্ডের ঘটনায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাকে লা লিগায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।

এই নিষেধাজ্ঞার ফলে লা লিগায় আগামী ১৯ জানুয়ারি লাস পালমাস ও ২৬ জানুয়ারি রিয়াল ভায়োদোলিদের বিপক্ষের ম্যাচে খেলতে পারবেন না। তবে আগামীকাল বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে খেলতে কোনো বাধা নেই তার।

ভ্যালেন্সিয়ার বিপক্ষের ম্যাচের ৭৮ মিনিটে গোলরক্ষক স্টোল দিমিত্রিয়েভস্কিকে ঘাড়ে ধাক্কা দেন ভিনি। এরপর রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। লাল কার্ড দেখে মাঠেই মেজাজ হারান ভিনি। তেড়ে যেতে চেষ্টা করেন রেফারির দিকে। তখন সতীর্থ ও কোচিং স্টাফরা তাকে একবার ধরে-বেঁধে মাঠের বাইরে নিয়ে আসেন।

আরো পড়ুন:

অবশ্য যে কারণে ভিনিকে কার্ড দেওয়া হয়েছিল কার্লো আনচেলোত্তির মতে সেটা লাল কার্ড পাওয়ার মতো ঘটনা ছিল না। তাই তারা ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের লাল কার্ডের বিপরীতে আপিল করেছিলেন। কিন্তু সেই আপিল আবেদন টিকেনি।

অবশ্য ম্যাচ শেষ হওয়ার পর পরই ভিনিসিউস তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়