ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচকরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৩২, ৮ জানুয়ারি ২০২৫
সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচকরা

সাকিব আল হাসান কি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবেন? সাকিবের নিজের ইচ্ছা আছে জাতীয় দলের জার্সিতে আরও একবার মাঠে নামার। বোর্ডেরও ইচ্ছা আছে সাকিবকে খেলানোর। কিন্তু জটিলতা দুইটি জায়গায়।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবকে দলে নেওয়ার সুযোগ আছে কিনা সেটা নিয়ে ভাবছে বিসিবি। নিরাপত্তার কারণে এর আগে সরকারের পক্ষ থেকে সাকিবকে না খেলানোর কথা বলা হয়েছিল। ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তান ও দুবাইয়ে। সেখানে সাকিবের অংশগ্রহণ নিয়ে নিরাপত্তাহীনতায় থাকার কথা না। কিন্তু ক্রিকেটারের পাশাপাশি সাবেক সাংসদ হওয়ায় সাকিবকে দলে নেওয়া যাবে কিনা সেটা নিয়েই সব আলোচনা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছিলেন। তিনি শেষ চেষ্টা চালাবেন বলে ঘোষণাও দিয়েছিলেন।

আরেকটি হলো, সাকিবের বোলিং ইস্যু। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে বোলিং করতে পারছেন না সাকিব। কাউন্টি ক্রিকেট খেলতে গিয়া ধরা পড়া ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিযোগিতা তো বটেই, দেশের ঘরোয়া ক্রিকেট বাদে সব জায়গায় নিষিদ্ধ হয়ে গেল সাকিবের বোলিং।

আরো পড়ুন:

বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে সাকিব এরই মধ্যে দুইবার পরীক্ষা দিয়েছেন। গত ২ ডিসেম্বর ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন ৪ ওভার হাত ঘুরিয়ে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাকিব। পরবর্তীতে গত ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়ো মেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন। সেই পরীক্ষাতেও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে দুই পরীক্ষায় বোলিং অ্যাকশন ক্রুটিযুক্ত আসে সাকিবের।

এই দুই কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের অংশগ্রহণ ঝুলে আছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায়, ‘‘সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং। আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবর্তীন হয়েছেন কি না এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।’’

বোলিং অ্যাকশনই যে মূল বাধা নয় তা পরিস্কার করেছেন প্রধান নির্বাচক, ‘‘এটা আসলে আমরা নির্বাচক মন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এ প্রক্রিয়ার জন্য এভেইলেবল আছেন কি না। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি। সেটার জন্যও ওয়েট করতে হবে। আমাদেরকে আসলে...হয়তো এভ্রি মিনিট কাউন্টস। হোপফুলি এক দুই দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়