‘না’ করে দিয়েছিলেন তামিম
ফিরবেন না, এমন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বুধবার (০৮ জানুয়ারি, ২০২৫) সকালের প্রথম দফার বৈঠকে। কিন্তু দুপুরের পর নির্বাচকরা যখন আবার আলোচনার টেবিলে বসেন তখন সময় নেওয়ার কথা বলেন। বলা হচ্ছে, তামিম ইকবাল ও জাতীয় নির্বাচক প্যানেলের অতি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা। প্রসঙ্গ, তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ।
বিপিএলের মাঝে তামিম ইকবালের সঙ্গে তিন সদস্যের নির্বাচক প্যানেল আলোচনায় বসবেন তা আগে থেকেই চূড়ান্ত ছিল। সিলেটে বিপিএল বিরতির দিন বহুল প্রত্যাশিত বৈঠকটি হলো। বিপিএলের খেলা দেখার জন্য হান্নান সরকার ও আব্দুর রাজ্জাক আগে থেকেই সিলেটে ছিলেন। তামিমের সঙ্গে বৈঠক করতে আজ সকালে সিলেটে যান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রাথমিক দল ১২ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে আইসিসিকে। তামিমকে বোর্ড চ্যাম্পিয়নস ট্রফিতে পেতে চাইছে। নির্বাচক প্যানেলেরও ইচ্ছে তামিমকে নিয়েই দল উড়াল দিক দুবাই ও পাকিস্তানে। কিন্তু তামিমের চাওয়া কি? তার কি ফেরার ইচ্ছা আছে?
নির্বাচকদের সঙ্গে আজকের প্রথম বৈঠকে তামিম আশাহত করেন। লম্বা আলোচনার পর জাতীয় দলে না ফেরার সিদ্ধান্ত জানিয়েই দিয়েছিলেন দেশের সফলতম ওপেনার। কিন্তু দুপুরের পর আবার তারা দ্বিতীয় দফায় আলোচনায় বসলে, তামিম কিছুটা আশার আলো দেখান। চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকতে বিসিবি ও নির্বাচকদের অনুরোধে ভাবার জন্য সময় নিয়েছেন তামিম। জানিয়েছেন, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। সে জন্য দু–একদিন সময় চেয়ে নিয়েছেন।
তামিমের সঙ্গে প্রথম দফায় বৈঠকের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আলোচনায় বসেছিলেন নির্বাচকরা। সেখানে চ্যাম্পিয়নস ট্রফির দল নিয়ে মোটামুটি সব আলোচনাই সম্পন্ন হয়েছে। অধিনায়ক ও নির্বাচকদের বৈঠকে সিদ্ধান্ত হয় তামিমের সঙ্গে আবার আলোচনায় বসার। দুপুরের পর নির্বাচকরা আবার তামিমের সঙ্গে আলোচনায় বসে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার অনুরোধ করেন। সেই আলোচনা ফলপ্রসূ হয়। তামিম এবার দুদিন সময় নেওয়ার কথা বলেন।
এদিকে গতকাল ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ শেষে তামিমের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজেদের সামগ্রিক অবস্থা তুলে ধরে তামিমকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার অনুরোধ করেন শান্তও। শুধু শান্তও নন, পরবর্তীতে ওই আলোচনায় জাতীয় দলের একাধিক ক্রিকেটার যুক্ত হন। প্রত্যেকেরই চাওয়া চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে অন্তত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরুক তামিম। আইসিসির বড় ইভেন্টে তার অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও আলোচনায় উঠে।
শুধু তামিম নয়, অধিনায়ক শান্ত ও একাধিক ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় সাকিবকে পেতে আগ্রহী। কিন্তু সাকিবের ভাগ্য ঝুলে আছে নানা জটিলতায়। নির্বাচকদের এই দুই ক্রিকেটারের কথাই বলেছেন শান্ত। সময় হাতে আছে চারদিন। ফয়সালা এরই মধ্যে হয়ে যাবে বিশ্বাস সংশ্লিষ্টদের।
ঢাকা/ইয়াসিন/আমিনুল