এক পরিবর্তন নিয়ে বরিশালের বিপক্ষে ফিল্ডিংয়ে রংপুর
একদিনের বিরতির পর সিলেট পর্বের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। মাঠে নেমেছে টেবিলের দুই শীর্ষ দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।
রংপুর পাঁচ ম্যাচে এখনও কোনো ম্যাচ হারেনি। বরিশাল চার ম্যাচে জিতেছে তিনটিতে। হেরেছে একটিতে। একমাত্র হেরে যাওয়া ম্যাচটি তারা খেলেছিল রংপুরের বিপক্ষে ঢাকায়। আজ তাই তাদের লড়াইটা ‘প্রতিশোধের’।
সেই লড়াইয়ে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর। দুপুর দেড়টায় দুই দলের ম্যাচটি শুরু হয়েছে।
রংপুর আগের পাঁচ ম্যাচের তিনটিতে আগে ফিল্ডিং করে জিতেছিল। দুটি জিতেছিল আগে ব্যাটিং করে। আজও তারা লক্ষ্য নাগালে রেখে জয় পেতে চায়। বরিশাল শক্তিতে পিছিয়ে নেই। রংপুরকে তাই আজ কঠিন পথ পাড়ি দিতে হবে।
একাদশে রংপুর একটি পরিবর্তন এনেছে। ব্যাটিং ব্যর্থতার পরও টানা সুযোগ পাওয়া আজিজুল হাকিম একাদশ থেকে বাদ পড়েছেন। তার জায়গায় এসেছেন তৌফিক খান তুষার। বরিশাল আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নেমেছে।
রংপুর রাইডার্স:
কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, সাইফ হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাহিদ রানা, তৌফিক খান তুষার, কামরুল ইসলাম রাব্বী, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, অ্যালেক্স হেলস ও আকিফ জাভেদ।
ফরচুন বরিশাল:
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম ও জাহানাদাদ খান।
ঢাকা/ইয়াসিন/আমিনুল