ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ, নতুন মুখ কুপার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ৯ জানুয়ারি ২০২৫  
শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ, নতুন মুখ কুপার

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই দলের ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়েছে স্টিভেন স্মিথকে। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন তিনি। নিয়মিত অধিনায়ক কামিন্স পিতৃত্বকালিন ছুটি নিয়েছেন। এছাড়া তার ডান হাঁটুতে কিছুটা সমস্যাও রয়েছে। এই ছুটির সময়ে তিনি সেটারও চিকিৎসা করাবেন।

দলে নতুন মুখ হিসেবে আছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়া কুপার কনলি। মেলবোর্ন ও সিডনি টেস্টে সুযোগ না পাওয়া নাথান ম্যাকসুয়িনিকে ডাকা হয়েছে দলে। এছাড়া সুযোগ পেয়েছেন জশ ইঙ্গলিশ ও শন অ্যাবোট। এই সিরিজে তাদের অভিষেকও হয়ে যেতে পারে।

স্পিনার ম্যাট কুহনেম্যান ও টড মারফি দলে ফিরেছেন। তবে ইনজুরির কারণে নেই জশ হ্যাজলউড ও মিচেল মার্শ। তারা দুজন মূলত আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত হবেন। ধারনা করা হচ্ছিল গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা ও পিটার হ্যান্ডসকমকে এই সফরে রাখা হবে। কিন্তু তাদের রাখা হয়নি দলে।

আরো পড়ুন:

আগামী ২৯ জানুয়ারি গলে শুরু হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। এরপর ৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

অস্ট্রেলিয়া দল:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবোট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, ট্র্যাভিস হেড (সহ-অধিনায়ক), জশ ইঙ্গলিশ, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, নাথান ম্যাকসুইনি, টড মারফি, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়