ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

‘ঝুলে গেল’ সাকিবের চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৪২, ৯ জানুয়ারি ২০২৫
‘ঝুলে গেল’ সাকিবের চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য

এক পা এগোয় তো দু-পা পেছায়। সাকিব আল হাসানের সঙ্গে যেন এমন কিছুই হচ্ছে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে খেলানোর জন্য সবকিছু গুছিয়ে নিয়ে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে খবর এলো দ্বিতীয় বোলিং পরীক্ষাতে উতরাতে পারেননি এই তারকা ক্রিকেটার। 

তাতে আপাতত ঝুলে গেল সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্য। যদিও বিসিবি অপেক্ষা করছে সাকিবের বোলিং টেস্ট নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) আনুষ্ঠানিক বার্তার জন্য। সেটি পেলেই অনেকাংশে ধোঁয়াশা কেটে যাবে। তবে ক্রিকেট অপারেশন্স কমিটির খবর, সাকিব উতরাতে পারেননি। 

তাহলে শুধু ব্যাটার সাকিবকে কি চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হবে? বিসিবির ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন এটা নতুন করে ভাবনার বিষয়। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি, ২০২৫) ফাহিম বলেন, “এটাতো বলাই হয়েছে সে বিবেচনায় আছে।  যদি কোনো সমস্যা হয়ে থাকে এই টেস্টে (বোলিং) সেটা হয়তো প্রাসঙ্গিক হতে পারে। সে যে বিবেচনায় থাকবে সেটা আগেই বলা হয়েছে।”

নির্বাচকদের দিকে বল ঠেলে দিয়ে ফাহিম আরও বলেন,  “এটা মূলত নির্বাচকদের ভাবনার বিষয়। তারা এটা দেখবেন। তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সঙ্গে আলোচনা করবেন, এটা মূলত নির্বাচকদের বিষয় তারাই এটা সিদ্ধান্ত নেবেন।”

“শুধু পরীক্ষার ফল না। এর সঙ্গে আনুসঙ্গিক আরও কী করতে পারবে কী করতে পারবে না এসব বিষয় মিলিয়ে হয়তো একটা প্রেস রিলিজ দেব” -এভাবে বলেছেন ফাহিম। 

এর আগে গত ০৩ জানুয়ারি বিপিএলের ম্যাচ চলাকালীন প্রেসবক্স পরিদর্শনের পর সাংবাদিকদের সাকিবের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে কথা বলেন বিসিবি প্রেসিডেন্ট।  

ফারুক আহমেদ বলেছেন, “সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।”

বিসিবি ইতিমধ্যে সরকার থেকে সবুজ সংকেতে পেয়েছে। সেই অনুযায়ী ভিসা প্রক্রিয়াও শুরু করেছিল। কিন্তু এর মধ্যে এলো বোলিং টেস্টে নেগেটিভ ফলের বিষয়টি। এটি যদি সত্যি হয়ে থাকে তাহলে নতুন মোড় নেবে সাকিবের চ্যাম্পিয়নস ট্রফি খেলা না খেলার বিষয়টি। 

বোলিং টেস্টের ফল নিয়ে মুখ খুলছেন না ফাহিম। অপেক্ষা করছেন বিস্তারিত জানার জন্য, “কিছু কিছু তথ্য আমরা জানি। কিন্তু সব তথ্য একসাথে করে দেয়াটা জরুরি। বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসঙ্গে দেব। এবং আমরা আশা করব যে, দ্রুত একটা প্রেস রিলিজ যাবে যাতে কারও কোনো সন্দেহ না থাকে যে তার সঠিক অবস্থাটা কী।”

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’ তে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে, দুবাইয়ে। দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, লাহোরে নিউ জিল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। 

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়