ভনের ছেলে ইংল্যান্ডের অধিনায়ক
ইংল্যান্ডের সোনালী যুগের নেতৃত্বদানকারী মাইকেল ভনকে চিনেন না এমন ক্রিকেটপ্রেমী নেই বললেই চলে। ইংল্যান্ডের ক্রিকেটে যিনি তার লিগ্যাসি রেখে গিয়েছিলেন। এবার তার সেই লিগ্যাসির হাল ধরতে যাচ্ছেন তার ছেলে আর্চি ভন। অনূর্ধ্ব-১৯ দলের দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিবেন আর্চি। প্রথমবারের মতো তার আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে।
আর্চি গেল মৌসুমে সামারসেটের হয়ে খেলেছিলেন। বল ও ব্যাট হাতে চার ম্যাচে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। রান করেছিলেন ২৩৬টি। আর উইকেট নিয়েছিলেন ১৫টি। সারের বিপক্ষে বল হাতে দারুণ করেছিলেন। ১৪০ রানে নিয়েছিলেন ১১ উইকেট। এবার আন্তর্জাতিক পর্যায়ে তার নৈপূণ্য দেখানোর সুযোগ এসেছে।
তার বাবা ইংল্যান্ডের সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে ছেলেও সেই পথে হাঁটতে পারেন কিনা দেখার বিষয়।
দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল দুটি ইয়ুথ টেস্ট খেলার পাশাপাশি তিনটি ওয়ানডেও খেলবে। ১৭ জানুয়ারি কেপটাউনে শুরু হবে প্রথম ওয়ানডে। অন্যদিকে প্রথম টেস্ট শুরু হবে ২৬ জানুয়ারি।
ঢাকা/আমিনুল