ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

নতুন মাইলফলক ছুঁলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:০০, ১০ জানুয়ারি ২০২৫
নতুন মাইলফলক ছুঁলেন রোনালদো

সৌদি প্রো লিগে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি, ২০২৫) রাতে আল ওখদদের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে জয় পেয়েছে আল-নাসর।

৬ মিনিটে সাভিয়ার গডউইনের গোলে এগিয়ে যায় ওখদুদ। কিন্তু ২৯ মিনিটে সাদিও মানে, ৪২ মিনিটে রোনালদো ও ৮৮ মিনিটে মানের আরেক গোলে ৩-১ ব্যবধানের জয় পায় আল নাসর।

রোনালদো ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। তাতে নতুন একটি মাইলফলকও ছুঁয়েছেন তিনি। এর মধ্য দিয়ে টানা ২৪ বছর ধরে গোল করার রেকর্ড গড়েছেন। ২০০২ সালে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি’র হয়ে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। এরপর থেকে ২০২৫ পর্যন্ত প্রত্যেকটা বছর তিনি গোল পেয়েছেন। গেল দুই যুগে এমন একটি বছরও নেই যেখানে স্কোরশিটে তার নাম নেই।

আরো পড়ুন:

এই সময়ে তিনি পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন ও ইতালির প্রথম সারির ক্লাবগুলোতে খেলেছেন। বর্তমানে তিনি সৌদি প্রো-লিগে খেলছেন। ক্যারিয়ার জুড়ে গোল করেছেন মোট ৯১৭টি। ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকার ছুটে চলছেন ১০০০ গোলের দিকে।

সহস্র গোলের বিষয়ে সাবেক রিয়াল তারকা বলেছিলেন, ‘‘আমি যদি ১০০০ গোলের মাইলফলক ছুঁতে পারি, তাহলে সেটা হবে দারুণ কিছু। আর যদি ছুঁতে নাও পারি তাহলেও আমি ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় হিসেবেই থাকব।’’

এটা ছিল প্রো-লিগে তার ৬০তম গোল। এ পর্যন্ত ৬০ ম্যাচে মাঠে নেমে তিনি গোলগুলো করার কৃতিত্ব দেখিয়েছেন।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়