ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

তামিমকে সতর্ক, সঙ্গে জুটল শাস্তি 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ১০ জানুয়ারি ২০২৫  
তামিমকে সতর্ক, সঙ্গে জুটল শাস্তি 

রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল ম্যাচ শেষে অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল। আনুষ্ঠানিকভাবে তাকে সতর্কও করা হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি, ২০২৫) গমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি নাঈমুর রহমান। আম্পায়ারের রিপোর্ট ও তথ্য প্রমাণের ভিত্তিতে শাস্তি হিসেবে ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। 

নাঈমুর বলেন, ‘‘তামিমকে ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সঙ্গে আনুষ্ঠানিকভাবে তাকে সতর্ক করা হয়েছে।’’

আরো পড়ুন:

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘‘গতকাল ম্যাচ শেষে করমর্দনের সময় তামিমকে কিছু একটা বলে মুখভঙ্গি করেছিলেন হেলস। যা একদমই পছন্দ হয়নি তামিমের। তার উপর চটে তামিম তেড়ে যান। ওই মুহূর্তে দুজনের মাঝে এসে তাদের আলাদা করেন রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম। তামিমকে সরিয়ে নিতেও পারছিলেন না। বারবার হেলসের দিকে তেড়ে যাচ্ছিলেন। পরবর্তীতে সোহান এসে পরিস্থিতি সামলে নেন। ওদিকে হেলস তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। তাকে আগলে রাখছিলেন রংপুরের মাহেদী হাসান, সাইফ হাসানরা।

উত্তেজনাময় ম্যাচের পর এরকম উত্তপ্ত পরিস্থিতি দুই দলের শিবিরে ছড়িয়ে পড়ে। তবে পুরো ঘটনা নিয়ে আলাদা করে কেউই কথা বলেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল দুই দলের প্রতিনিধির কাছে। কেউই মুখ ফুটে কিছু বলেননি। 

বরিশালের ব্যাটিং কোচ ও তামিমের বড় ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল বলেছেন, ‘‘আমিও নিশ্চিত নই, যেহেতু এটা নিয়ে আলাপ হয়নি। উত্তেজিত হয়েছে (তামিম), এটা দেখেছি। সাধারণত কী হয়, ম্যাচ হারার পর, বিশেষ করে এই ধরনের ম্যাচে, ইমোশন অনেক ক্যারি করে। আশা করি, সিরিয়াস কোনো কিছু না। নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল (অপরপক্ষ থেকে), যেটির প্রতিক্রিয়া ছিল (তামিমের উত্তেজিত হওয়া)। তবে আমার মনে হয়, তেমন সিরিয়াস কিছু নয়।”

রংপুরের অধিনায়ক ও শেষ ওভারে ৩০ রান নিয়ে ম্যাচের নায়ক হওয়া সোহান বলেছেন, “এটা আমি খুব কাছ থেকে দেখিনি। আমিও এদিকে আসার পর দেখেছি। যাওয়ার পর হয়তো বুঝতে পারব, কী হয়েছে। তবে আমি ছিলাম না ওখানে।” 

ঢাকা/রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়