লিটন-মুনিমে ভর করে চ্যালেঞ্জ ছুঁড়ল ঢাকা
একাদশ থেকে বাদ পড়ার পর সুযোগ পেয়েই জ্বলে উঠলেন লিটন দাস। সঙ্গে দীর্ঘদিন পর সুযোগ পাওয়া মুনিম শাহরিয়ারও দেখিয়েছেন ঝলক। যদিও তার ব্যাট ছিল কিছুটা ধীরগতির।
লিটন-মুনিমে ভর করে সিলেট স্ট্রাইকার্সকে ১৯৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়েছে ঢাকা ক্যাপিটালস। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৯৩ রান করে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।
৭ রানে প্রথম উইকেট হারানোর পর মুনিমকে নিয়ে এগোতে থাকেন লিটন। শুরু থেকে লিটন ছিলেন আগ্রাসী। তবে মুমিম সময় নেন সেট হতে। দুজনেই ফিফটি করে মাঠে ছাড়েন। ৪৩ বলে সর্বোচ্চ ৭৩ রান আসে লিটনের ব্যাট থেকে। ১০টি চার ও ১টি ছক্কায় ইনিংসটি সাজান লিটন। ফিফটি পেয়েছিলেন ২৯ বলে।
লিটনের আউটে ভাঙে ৮৮ বলে ১২৯ রানের জুটি। তার আউটের পর বিদায় নেন মুনিমও। ৭টি চার ও ১টি ছক্কায় ৪৭ বলে ৫২ রান করেন মুনিম।
দুজন বিদায় নেওয়ার পর ঢাকার রানের গতি যেন আরও বড়ে। সাব্বির রহমান-থিসারা পেরেরা মাত্র ১৭ বলে যোগ করেন ৪১ রান। সাব্বির ১০ বলে ২৩ ও পেরেরা ৯ বলে ১৮ রান করেন। দুজন বিদায় নিলে রানের গতি কিছুটা কমে যায়। রিয়াজ হাসান-শুভাম রনজানে অপরাজিত ছিলেন ৪ রানে।
সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাকিম কর্নওয়াল। ১টি করে উইকেট নেন তানজীম হাসান সাকিব-রিচ টপলি। আল আমিন ছিলেন খরুচে। ৪ ওভারে এই পেসার দেন ৫৮ রান।
ঢাকা-সিলেট দুই দলই আজ নেমেছে প্রথম জয়ের খোঁজে। এর আগে ঢাকা হেরেছে টানা পাঁচটি। আর সিলেট টানা তিন ম্যাচে হারের পর চতুর্থ ম্যাচ খেলছে।
ঢাকা/রিয়াদ/এসবি