পাঠ্যবইয়ে জ্যোতির গল্প, জানতেন না নিজেই
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে সংবাদ সম্মেলন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাছে প্রথম প্রশ্নই ছুটে যায় উইন্ডিজ সফরের বাইরের বিষয় নিয়ে। জ্যোতিও হতাশ করেননি।
সম্প্রতি সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি। পাঠ্যবইয়ে জ্যোতির নামে গল্প নিয়ে প্রশ্ন করা হলে হাসিমুখে জানান, এটি তিনি জানতেন না। মায়ের থেকে প্রথম শুনেছেন। শুধু তাই নয়, জ্যোতির চেয়েও তার পরিবারের সদস্যরা এ নিয়ে বেশি উচ্ছ্বসিত।
“গতকাল আম্মু এ বিষয়ে বলতেছিল। হয়ত আমার মা কোথাও থেকে শুনেছে ব্যাপারটা। ভালো লাগার বিষয়। কিন্তু, আমার থেকে মনে হয় আমার পরিবার বেশি খুশি এ বিষয়ে।”
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জ্যোতি।
পাঠ্যবইয়ে যে জায়গায় জ্যোতি স্থান পেয়েছেন, সেখানে এতদিন ধরে ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডারকে সরিয়ে জ্যোতিকে স্থান দেওয়া হয়। অবশ্য, এ বিষয়ে কোনো প্রশ্ন ছুটে যায়নি জ্যোতির কাছে।
২০২১ সালে ওয়ানডের মাধ্যমে নেতৃত্বে আসেন জ্যোতি। পরের বছর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টির নেতৃত্বের ভারও তার কাঁধে ওঠে। সেই থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন এই ক্রিকেটার।
ভালো পারফরম্যান্সের মাধ্যমে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন অনেক সাফল্য। ভারত-পাকিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ জেতাসহ বিশ্বকাপে প্রথম জয় এসেছে জ্যোতির নেতৃত্বে।
এখন পর্যন্ত ৫০টি ওয়ানডে খেলা জ্যোতি নেতৃত্ব দিয়েছেন ২১টি ম্যাচে। ওয়ানডেতে ২৪.৫৭ গড়ে তার রান ৯৮৩। ১০৬ টি-টোয়েন্টির ক্যারিয়ারে নেতৃত্ব দিয়েছেন ৫৪টি ম্যাচে। টি-টোয়েন্টিতে তার রান ২৪.৪৮ গড়ে ২ হাজার ৬৬।
ঢাকা/রিয়াদ/রফিক