ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

টস হেরে ব্যাটিংয়ে সিলেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৩৮, ১২ জানুয়ারি ২০২৫
টস হেরে ব্যাটিংয়ে সিলেট

একদিনের বিরতির পর সিলেটে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। দুপুরের ম্যাচে মাঠে নেমেছে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। দুপুর দেড়টায় শুরু হয়েছে দুই দলের ম্যাচ। সিলেট শেষ ম্যাচে ঢাকাকে হারিয়ে জয়ের খাতা খোলে। আজ তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লড়াই।

এদিকে শেষ ম্যাচে খুলনা টাইগার্স ম্যাচ হেরেছিল দুর্বার রাজশাহীর কাছে। আজ তাদের লড়াই জয়ে ফেরার। টস জিতে খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। দুই দলের এবারের আসরে এটাই প্রথম দেখা। এই লড়াইয়ে কে এগিয়ে যায় সেটাই দেখার । 

খুলনা একাদশ:
মেহেদি হাসান মিরাজ, নাইম শেখ, জিয়াউর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, আবু হায়দার রনি, হাসান মাহমুদ, মোহাম্মদ নওয়াজ, দারউইস রসুল, ইমরুল কায়েস ও উইলিয়াম বসিস্ত। 

আরো পড়ুন:

সিলেট একাদশ: 
আরিফুল হক, জর্জ মুনসে, রাকিম কর্নওয়াল, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, নাহিদুল ইসলাম, রিচ টপলি, রুয়েল মিয়া ও অ্যারোন জোন্স। 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়