ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রনি-জাকিরের ব্যাটে সিলেটের লড়াকু পুঁজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:২৬, ১২ জানুয়ারি ২০২৫
রনি-জাকিরের ব্যাটে সিলেটের লড়াকু পুঁজি

ঘরের মাঠে খুলনার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। ১৫ রান তুলতেই তারা হারিয়ে বসে ২ উইকেট। তবে সেখান থেকে রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে ভর করে লড়াকু পুঁজি পেয়েছে সিলেট। ৫ উইকেট হারিয়ে করেছে ১৮২ রান। জিততে খুলনাকে করতে হবে ১৮৩।

ব্যাট করতে নেমে ৭ রানেই রাকিম কর্নওয়ালের উইকেট হারায় সিলেট। আবু হায়দার রনির বলে বোল্ড হয়ে যান তিনি ব্যক্তিগত ৪ রানে। ১৫ রানের মাথায় নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে ফিরেন জর্জ মুনসেও। ২ রানের বেশি করতে পারেননি তিনি।

সেখান থেকে দলের হাল ধরেন রনি ও জাকির। তৃতীয় উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে ১০৬ রান যোগ করেন। তাতে সিলেট পেয়ে যায় লড়াকু সংগ্রহের ভিত। ১২১ রানের মাথায় রনি ৪৪ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলে আউট হন আবু হায়দারের বলে।

আরো পড়ুন:

অ্যারোন জোন্স এসে মাত্র ৬ বলে ৩ ছক্কায় ২০ রানের ঝড়ো ইনিংস খেলে যান। তিনি আউট হন ১৫০ রানের মাথায়। তাকে ফেরান জিয়াউর রহমান। একই রানে গোল্ডেন ডাক মেরে ফেরেন জাকের আলী অনিক। তাকে বোল্ড করেন জিয়াউর।

এরপর জাকির ও আরিফুল হক মিলে ইনিংস শেষ করে আসেন। আরিফুল ১৩ বলে ১ চার ও ১ ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন। আর জাকির ৪৬ বলে ৩টি চার ও ৬ ছক্কায় অপরাজিত থাকেন ৭৫ রানে। তাতে সিলেটের রান ৫ উইকেটে ১৮২ পর্যন্ত যায়।

বল হাতে খুলনার আবু হায়দার ও জিয়াউর রহমান ২টি করে উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়