প্রথম জয় ও ‘প্রতিশোধের’ খোঁজে রাজশাহীর বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা
হারের ‘হেক্সা’ পূরণের পর ঢাকা ক্যাপিটালসের সামনে এখন নতুন মিশন কী থাকতে পারে? হারতে হারতে ক্লান্ত ঢাকা কী এবার অন্তত একটি জয় তুলে নিতে পারবে? দুদিন আগেও সিলেট স্ট্রাইকার্সের কোনো জয় ছিল না। আজকের দিনের ম্যাচে জয় দিয়ে দুটি নিশ্চিত করে ফেলেছে তারা। আজ কী তাহলে ঢাকার পালা?
প্রতিপক্ষ দুর্বার রাজশাহী শেষ ম্যাচে দুর্দান্ত জয় পায় খুলনা টাইগার্সের বিপক্ষে। ঢাকার জন্য কাজটা তাই সহজ হবে না। প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর মুখোমুখি হয়েছিল তারা। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচ রাজশাহী জিতে নেয় ৭ উইকেটে। আজ প্রথম জয়ের সঙ্গে ঢাকা প্রতিশোধ নিতে পারে কিনা সেটাই দেখার। টস জিতে বরিশাল ব্যাটিংয়ে পাঠিয়েছে ঢাকাকে। নিয়মিত একাদশে ৪-৫টি করে পরিবর্তন আনা ঢাকা এবারের ম্যাচে মাত্র একটি পরিবর্তন এনেছে। শুভহাম রানজানে দলের বাইরে গেছেন। একাদশে ফিরেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
ঢাকা ক্যাপিটালস:
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, রিয়াজ হাসান, আবু জায়েদ রাহী, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুনিম শাহরিয়ার ও ফরমানউল্লাহ শাফি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল