ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

বাদ পড়ার ‘কষ্ট ভুলে’ লিটনের ঝকঝকে সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ১২ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:০০, ১২ জানুয়ারি ২০২৫
বাদ পড়ার ‘কষ্ট ভুলে’ লিটনের ঝকঝকে সেঞ্চুরি

ইশ, আগের দিনই যদি এই ইনিংসটি খেলা যেত। তাহলে নিশ্চিতভাবেই চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ মিলত। সিলেটের ২২ গজে লিটন যা করলেন, তা স্রেফ ছড়াল মুগ্ধতা। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে লিটনের নামের পাশে রয়েছে ২৯ ফিফটি। সেঞ্চুরির কাছাকাছি একটি ইনিংস ৮৫। আজ সেটাকে ছাড়িয়ে তুলে নিলেন প্রথম তিন অঙ্কের ইনিংস। আফসোস লিটন করতেই পারেন। ফর্মহীনতা কাটালেন একটু দেরিতে। আজ দুপুরেই ঢাকার মিরপুরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন নির্বাচকরা। অফফর্মের কারণে লিটনকে বাদ দেওয়া হয়েছে ওয়ানডে থেকে।

জাতীয় দল থেকে বাদ পড়া নিশ্চিতভাবেই কষ্টের। সেটা যদি হয় আইসিসি ইভেন্টে, তাহলে কষ্টটা দ্বিগুণ হওয়ার কথা। লিটন সেই ‘কষ্ট ভুলে’ বিপিএলে রাঙালেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। 

আরো পড়ুন:

ওয়ানডে ক্রিকেটে শেষ সাত ইনিংসে লিটন দুই অঙ্কের ঘরে যেতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজে তার রান ছিল, ২, ৪ ও শূন্য। শেষ দুই বছরে তিন ফরম্যাটের পারফরম্যান্স মূল্যায়ন করলে দেখা যায়, পারফরম্যান্স ক্রমশ নিম্মমুখী। 

২০২৪ সালে ৩৫ ম্যাচে মাত্র ৭০৯ রান করেছিলেন লিটন। যেখানে তার ব্যাটিং গড় মাত্র ১৭.৭২। ১ সেঞ্চুরির সঙ্গে ফিফটি কেবল ২টি। ক্যারিয়ারের ২৩ ডাকের ৬টিই পেয়েছেন গত বছর। এমন পারফরম্যান্সের পর নির্বাচকরা তাকে নিয়ে ঝুঁকি নেয়নি। তার চেয়ে নতুন কাউকে (পারভেজ হোসেন ইমনকে) বাজিয়ে দেখতে চান তারা। 

বিপিএলও ভালো কাটছিল না তার। ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটসম্যান চার ইনিংসে রান করেছেন যথাক্রমে, ৩১, ০, ২ ও ৯। পঞ্চম ম্যাচে সিলেটে তাকে বাদ দিতে বাধ্য হন কোচ খালেদ মাহমুদ সুজন। ‘বিশ্রাম’ বলে চালিয়ে দেওয়া সেই বাদ হওয়ার পর লিটন ফিরে এসে ১০ জানুয়ারি ৭৩ রানের ইনিংস খেলেন। আজ খেললেন দুর্দান্ত এক ইনিংস। যেই ইনিংস দিয়ে লিটন আবার মনে করিয়েছেন, ‘অ্যান্ড লিটন দাস ইজ পেইন্টিং আ মোনালিসা হিয়ার!’

শুরু থেকে সেঞ্চুরি তোলা পর্যন্ত একই ছন্দ, একই তাল লয়ে ইনিংস সাজিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। পেসার শফিউল ইসলামকে দারুণ এক কভার ড্রাইভে পূর্ণ করেন সেঞ্চুরি। ২৪ বলে সেঞ্চুরি তুলতে হাঁকিয়েছিলেন ৫ চার ও ৩ ছক্কা। পরের পঞ্চাশ রান করতে খেলেন মাত্র ২০ বল। সব মিলিয়ে চার ছক্কা যথাক্রমে ৮টি ও ৭টি। উইকেটের চারিপাশে দারুণ সব শটে নিজের প্রথম সেঞ্চুরি রাঙিয়েছেন লিটন। বিপিএলে এটি তৃতীয় সেঞ্চুরি। এর আগে সেঞ্চুরি পেয়েছেন উসমান খান ও থিসারা পেরেরা। লিটনের ব্যাটে ভর করে বাংলাদেশি ক্রিকেটারদের নাম উঠল একই তালিকায়। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি পারভেজ হোসেন ইমনের। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে সেঞ্চুরি করেছেন পারভেজ। আজ লিটন সেঞ্চুরি পূর্ণ করেন ৪২ বলে। এর আগে, ২০১৯ বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৬১ বলে ১৪১ রানের হার না মানা ইনিংস খেলার পথে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল।

ঢাকা/ইয়াসিন/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়