লিটন-তানজিদের জোড়া সেঞ্চুরিতে রেকর্ডের মালা
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সেঞ্চুরিতে দুজন পৌঁছলেন একই শট খেলে। চার। বোলারও এক শফিউল ইসলাম। প্রথমে লিটন, পরে তানজিদ। দুজনই ওপেনার। স্বীকৃত টি-টোয়েন্টিতে এর আগে কোথাও, কোনো ম্যাচে দুই ওপেনার সেঞ্চুরি পাননি। তানজিদ হাসান তামিম ও লিটন দাস এতদিন যা হয়নি, তাই করে দেখালেন।
ওপেনারদ্বয়ের জোড়া সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার পাশাপাশি বিপিএলে সর্বোচ্চ দলীয় রানের ইনিংসের দেখা মিলেছে। দুর্বার রাজশাহীর আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ঢাকা ১ উইকেটে ২৫৪ রান তুলেছে। ভেঙেছে আগের রংপুর রাইডার্সের করা ২৩৯ রানের ইনিংস।
লিটন ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে থেকে অপরাজিত থাকেন ১২৫ রানে। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি পাওয়া তানজিদ করেন ১০৮ রান। সাব্বির রহমান করেন ৭ রান।
উদ্বোধনী জুটিতে লিটন ও তানজিদ ২৪১ রান করেন। যা বিপিএলের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির রান। এর আগে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইল ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন। লিটন ও তানজিদ ২৪১ রান তুলে নিজেদের নিয়ে গেলেন চূড়ায়।
চার-ছক্কা পসরা সাজিয়ে বসেছিলেন তারা। তানজিদ ৬৪ বলে ৬ চার ও ৮ ছক্কায় ১০৮ রানের ইনিংসটি সাজান। লিটন ৫৫ বলে ১০ চার ও ৯ ছক্কায় ক্যারিয়ার সেরা ১২৫ রানের ইনিংসটি খেলেন।
সব মিলিয়ে ইনিংসে ছক্কা হয়েছে ১৮টি, চার ১৬টি। লিটন ১২৫ রানের ইনিংস খেলার পথে ৯৪ রানই পেয়েছেন বাউন্ডারিতে। তামিম ২০১৯ সালে ১৪১ রানের ইনিংস খেলার পথে ১০৬ রান তুলেছিলেন বাউন্ডারিতে।
টানা ছয় হারের পর জয়ের খোঁজে থাকা ঢাকা ক্যাপিটালসকে আজ বড় উদযাপনের সুযোগ করে দিয়েছেন লিটন ও তানজিদ। এবার দায়িত্বটা বোলারদের। এই রান ডিফেন্ড করতে পারবেন তো তারা?
ঢাকা/ইয়াসিন/এনএইচ