ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

কর্নওয়াল-টপলিকে ছাড়া চিটাগংয়ের বিপক্ষে বোলিংয়ে সিলেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৩১, ১৩ জানুয়ারি ২০২৫
কর্নওয়াল-টপলিকে ছাড়া চিটাগংয়ের বিপক্ষে বোলিংয়ে সিলেট

বিপিএলে সিলেট পর্বের শেষ দিনের খেলায় মাঠে নেমেছে চিটাগং কিংস এবং সিলেট স্ট্রাইকার্স। নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় মাঠে নেমেছে দুই দল। টস জিতে সিলেট স্ট্রাইকার্স বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

সিলেটের একাদশে দুইটি পরিবর্তন এসেছে। রাকিম কর্নওয়াল গ্রোয়েন ইনজুরিতে ছিটকে গেছেন। পেসার রিচ টপলি নেই হ্যামস্ট্রিং চোটে। একাদশে এসেছেন পল স্টারলিং ও নিহাদুজ্জামান। চিটাগং কিংস একই একাদশ নিয়ে মাঠে নেমেছে।

দুই দল এবারই প্রথম মুখোমুখি হয়েছে। প্রথম তিন ম্যাচ হারের পর সিলেট চতুর্থ ও পঞ্চম ম্যাচে জয় পায়। আজ তাদের বিপিএলে ষষ্ঠ ম্যাচ। জয় দিয়ে ঘরের মাঠে লড়াই শেষ করতে মুখিয়ে তারা। অন্যদিকে চিটাগং তিন ম্যাচে দুটিতে জিতেছে, হেরেছে একটিতে। প্রথম ম্যাচে ঢাকায় হারের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জয়ের দেখা পায় তারা। চট্টগ্রামে মাঠে নামার আগে সিলেটে শেষটা ভালো করতে মুখিয়ে তারাও।

আরো পড়ুন:

সিলেট স্ট্রাইকার্স একাদশ:
আরিফুল হক, জর্জ মুনসে, পল স্টারলিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, অ্যারোন জোন্স ও নিহাদুজ্জামান।

চিটাগং কিংস একাদশ:
মোহাম্মদ মিঠুন, পারভেজ হোসেন ইমন, উসমান খান, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ ওয়াসিম, নাবিল সামাদ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়