কামিন্স ও হ্যাজলউডকে নিয়েই অজিদের চ্যাম্পিয়নস ট্রফির দল
পূর্ণ শক্তির দল নিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। শঙ্কা ছিল তাদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও আরেক তারকা পেসার জশ হ্যাজলউডকে নিয়ে। তবে সেই ঘনঘটাকে উড়িয়ে দিয়ে দুই পেসারই আছেন অজি দলে। কামিন্সকে অধিনায়ক করেই পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চমক বলতে দলে থিতু হতে না পারা দুই অলরাউন্ডার অ্যারন হার্ডি এবং ম্যাথু শর্ট।
অস্ট্রেলিয়া দলে কামিন্স এবং হ্যাজলউড থাকবেন কিনা তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে ছিল রাজ্যের আগ্রহ। কারণ, দুজনকে ঘিরেই যে ছিল অনিশ্চয়তা। অজি কাপ্তান এই মুহূর্তে পিতৃত্বকালীন ছুটিতে থাকলেও তার গোড়ালিতে হালকা চোট আছে। অন্যদিকে হ্যাজলউড ভুগছেন পেশির সমস্যায়। তাই দুজনই আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন দলের বাইরে।
চ্যাম্পিয়নস ট্রফির আগেই হ্যাজলউড সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে কামিন্সকে নিয়ে এখনও আছে দুর্ভাবনা। তার চোটপ্রাপ্ত গোড়ালির অবস্থা বুঝতে স্ক্যান করিয়েছেন। স্ক্যানের ফল এখনও আসেনি।
আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই পরিবর্তন আনা যাবে স্কোয়াডে। তবে এখনও অধিনায়ককে নিয়ে আশা আছে নির্বাচকদের।
অফ স্পিনিং অলরাউন্ডার শর্ট কদিন আগেই বিগ ব্যাশে ৫৪ বলে খেলেছেন ১০৯ রানের বিধ্বংসী এক ইনিংস। স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা। প্রয়োজন পড়লে হাত ঘোরাবেন শর্ট ও গ্লেন ম্যাক্সওয়েল। দলে ঠাঁই পাননি স্পিনিং অলরাউন্ডার কুপার কনোলি ও তরুণ আগ্রাসী ব্যাটসম্যান জেইক ফ্রেজার-ম্যাকগার্ক।
অন্যদিকে চোট আছে পেস বোলিং অলরাউন্ডার হার্ডিরও। বিগ ব্যাশে খেললেও আপাতত বোলিং করতে পারছেন না চোটের কারণে। তবে চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে তিনি বোলিংয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে। চোটের কারণে ক্যামেরন গ্রিনের না থাকা নিশ্চিত ছিল আগেই। সেখানেই মূলত সুযোগটি মিলেছে হার্ডির। সঙ্গে মিচেল মার্শ ও মার্কাস স্টয়েনিস তো আছেনই।
মূল তিন পেসার কামিন্স, হ্যাজেলউড ও স্টার্কের সঙ্গে বিকল্প পেসার হিসেবে জায়গা পেয়েছেন নাথান এলিস। শন অ্যাবট ও জেভিয়ার বার্টলেটকে পেছনে ফেলে তিনি পাকিস্তানগামী প্লেনের টিকেট পেয়েছেন।
দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির লড়াই শুরু হচ্ছে ২২ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ২৫ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা এবং ২৮ ফেব্রুয়ারি গ্রুপপর্বের সবশেষ ম্যাচে তারা মোকাবিলা করবে আফগানিস্তানকে। এর আগে ১৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় একটি ওয়ানডে খেলবেন তারা।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস ল্যাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়েনিস ও অ্যাডাম জাম্পা।
ঢাকা/আমিনুল