পাকিস্তান সুপার লিগে দল পেলেন নাহিদ রানা
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার নাহিদ রানা। আজ সোমবার (১৩ জানুয়ারি, ২০২৫) অনুষ্ঠিত নিলামে গোল্ড ক্যাটাগোরি থেকে তাকে দলে ভিড়িয়েছে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি। যে দলে আছেন বাবর আজম, সাইম আইয়ুব, মেহরান মুমতাজ ও সুফিয়ান মুকিমের মতো তরুণ তুর্কিরা।
অবশ্য নাহিদ ছাড়াও বাংলাদেশের আরও তারকা ক্রিকেটাররা আছেন এবারের নিলামে। সেখানে প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। অবশ্য এই দুই তারকাকে দলে ভেড়াতে কেউ আগ্রহ দেখায়নি।
এছাড়া ডায়মন্ড ক্যাটাগোরিতে থাকা তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদও দল পাননি।
ঢাকা/আমিনুল