নাহিদের পরে পিএসএলে দল পেলেন লিটন
অফফর্মের কারণে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দলে রোববার জায়গা পাননি লিটন কুমার দাস। তবে আজ সোমবার (১৩ জানুয়ারি, ২০২৫) লাহোরে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে দল পেয়েছেন তিনি।
সিলভার ক্যাটাগোরি থেকে তাকে দলে ভিড়িয়েছে ২০২০ সালের চ্যাম্পিয়ন দল করাচি কিংস। তার আগে গোল্ড ক্যাটাগোরি থেকে নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশাওয়ার জালমি। তবে প্লাটিনাম ক্যাটাগোরিতে থেকেও দল পাননি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান সুপার লিগের এবারের আসরের জন্য মোট ৫১০ জন বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। সেখানে বাংলাদেশেরই রয়েছেন ৩৯ জন। তার মধ্যে এ পর্যন্ত দল পেয়েছেন মাত্র দুইজন।
গতকাল চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার পর রাতে দুর্বার রাজশাহীর বিপক্ষে অপরাজিত ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। মাত্র ৫৫ বলে ১০টি চার ও ৯ ছক্কায় ২২৭.২৭ স্ট্রাইক রেটে ইনিংসটি খেলেন তিনি।
ঢাকা/আমিনুল